West Bengal Weather Update: উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। যদিও, বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা কমেছে। জেলাজুড়ে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। বেলা বাড়ার সাথে সাথে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়ছে। গরমের সঙ্গে ঘামে কষ্ট বাড়বে।
আগামী ৫দিন গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা , বীরভূম, মুর্শিদাবাদ, মালদা ও দিনাজপুরে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ২-৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। এই মুহূর্তে মৌসুমী বায়ুর অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে যাচ্ছে। ফলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি। আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে।