← রাজ্য বিভাগে ফিরে যান
রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস।
আগামী পাঁচদিন রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আরও ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের আগে উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং,কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ ও বীরভূমে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের দুই এক ডিগ্রি উপরে থাকবে।