রাজ্য বিভাগে ফিরে যান

শ্রীরামপুরের পর কলকাতার কফিহাউসের আমেজ এবার ডায়মন্ড হারবারে

July 3, 2023 | < 1 min read

শ্রীরামপুরের পর কলকাতার কফিহাউসের আমেজ এবার ডায়মন্ড হারবারে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোজন রসিক বাঙালি ও কফিপ্রেমীদের জন্য সুখবর। গত ডিসেম্বরে শ্রীরামপুরে কফি হাউসের পর এবার পথ চলা শুরু হল ডায়মন্ড হারবারে। জানা গেছে, আগামী ৬ জুলাই বৃহস্পতিবার বিকাল থেকে জনসাধারণের জন্য খুলে যাবে এই কফি হাউজ। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে উঠেছে এই কফি হাউস। কফির সব আইটেমের পাশাপাশি ডায়মন্ড হারবারে মিলবে চিকেন ওমলেট, ফিস ফ্রাই, কবিরাজীও।

ডায়মন্ড হারবারের থানার পাশে তেতলায় খান ৩০ টেবিল নিয়ে এই কফি হাউস তৈরি হয়েছে। ‘ইন্ডিয়ান কফি ওয়ার্কার্স কোঅপারেটিভ সোসাইটি’র নবনির্বাচিত সম্পাদক সরফরাজ আহমেদ জানিয়েছেন, নতুন শাখার সঙ্গে লভ্যাংশ ভাগ করবে কলেজ স্ট্রিট কফিহাউস। মালিক নুর ইসলাম লস্কর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আগে বন্ধুবান্ধবদের সঙ্গে কফি হাউজে যেতাম। সুযোগ পেয়ে এবার তা ডায়মণ্ডে নিয়ে এলাম।’

শ্রীরামপুরের পর কলকাতার কফিহাউসের আমেজ এবার ডায়মন্ড হারবারে

এমনিতে বাংলার পর্যটন মানচিত্রে অন্যতম স্থান ডায়মন্ড হাববার। তাই আশা করা যায়, এখানে কলেজ স্ট্রিটের কফি হাউসের শাখা খোলায় বাড়বে পর্যটকদের ভিড়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coffee house, #Diamond Harbour

আরো দেখুন