খেলা বিভাগে ফিরে যান

দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার প্রকাশিত হল মোহনবাগানের নতুন লোগো

July 3, 2023 | < 1 min read

দীর্ঘ প্রতীক্ষার পর সোমবার প্রকাশিত হল মোহনবাগানের নতুন লোগো

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরই মোহনবাগানের নামের সামনে থেকে সরিয়ে দেওয়া হয় ‘ATK’। দলের নতুন নাম হয় মোহনবাগান সুপার জায়ান্টস।

তার পর থেকে অপেক্ষায় ছিলেন মোহনবাগান সদস্য-সমর্থকরা। ক্লাবের নতুন লোগো কী হবে, কেমন হবে, তা নিয়ে আগ্রহ ছিল খুব। সোমবার সেই প্রতীক্ষার অবসান ঘটন। প্রকাশিত হল নতুন লোগো।

নতুন লোগোতে রয়েছে মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠার বছর ১৮৮৯। নতুন লোগো দেখে মোহনবাগান সমর্থকরা দারুণ খুশি।

TwitterFacebookWhatsAppEmailShare

#new logo, #mbsg, #Football, #mohunbagan

আরো দেখুন