BJP বিরোধী মহাজোটের দ্বিতীয় বৈঠক হবে বেঙ্গালুরুতে ১৭ এবং ১৮ জুলাই
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, সোমবার দুপুর দেড়টা নাগাদ কংগ্রেস সাংসদ কেসি ভেনুগোপাল জানান, বিরোধীদের আগামী বৈঠক হবে বেঙ্গালুরুতে ১৭ এবং ১৮ জুলাই। দেশের বিরোধী দলগুলির দ্বিতীয় বৈঠক নিয়ে ক্রমেই বাড়ছিল জল্পনা। মনে করা হচ্ছিল যে আপাতত স্থগিত ঘোষণা করা হবে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক। রবিবার রাতে হঠাৎই বৈঠক স্থগিতের সিদ্ধান্তও প্রকাশ্যে আসে। কবে ফের এই বৈঠক হবে, সোমবার সকাল অবধি কিছু জানানো হয়নি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেডিইউ মুখপাত্র কে সি ত্যাগী রবিবার রাতে জানান, সংসদের বাদল অধিবেশনের পর দ্বিতীয় বৈঠক হবে। বিহার ও কর্ণাটকের নেতানেত্রীরা নিজ রাজ্যের বাদল অধিবেশনে ব্যস্ত থাকবেন। সেই কারণেই হয়ত এই প্রকাশ্যে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২৩ জুন পাটনায় বৈঠকে বসেছিল বিজেপি বিরোধী দলগুলি। বৈঠক শেষে বিরোধী শিবির তরফে জানানো হয়েছে আগামী বৈঠক হবে সিমলায়, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। গত বৃহস্পতিবার শারদ পাওয়ার জানান, সিমলার বদলে ১৩-১৪ জুলাই দ্বিতীয় বৈঠক হবে বেঙ্গালুরুতে। গতকাল রাতে, প্রকাশ্যে এল দ্বিতীয় বৈঠক স্থগিতের খবর।