রাজ্য বিভাগে ফিরে যান

গরমে বাড়ছে অস্বস্তি, রাজ্যে বৃষ্টি নিয়ে কী বলছে হাওয়া অফিস?

July 3, 2023 | < 1 min read

রাজ্যে বৃষ্টি নিয়ে কী বলছে হাওয়া অফিস, ছবি সৌজন্যে- -পিটিআই

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সপ্তাহখানেক ধরে কখনও হালকা, কখনও ভারী বৃষ্টি টের পাইয়ে দিয়েছে বর্ষা এসে গেছে। কিন্তু কয়েক দিন যাবৎ উধাও সেই বর্ষার আমেজ। তীব্র দাবদাহ না থাকলেও ভ্যাপসা গরম ঘাম ঝরাচ্ছে। বাড়ছে অস্বস্তি। হাওয়া অফিস জানাচ্ছে, আজ সোমবার তেমনই থাকবে আবহাওয়া।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এর কাছাকছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি-এর কাছাকাছি থাকবে। মহানগরে আগামী ৪-৫ দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, এটাও স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৬৪ শতাংশ।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৫দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদয়ারের কিছু জায়গা ছাড়া অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং এবং কালিম্পং জেলাতও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টি বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলায়। বীরভূম এবং মুর্শিদাবাদের দুই এক জায়গাতে আগামী ২ দিনে ভারী বৃষ্টি হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #West Bengal Weather, #Rain weather update, #West Bengal, #Weather forecast, #Rain, #Weather conditions

আরো দেখুন