হঠাৎ করে ‘খেলা হবে’ কেন বললেন আলিয়া ভাট, দেখুন ভিডিও
July 4, 2023 | < 1min read
হঠাৎ করে ‘খেলা হবে’ কেন বললেন আলিয়া ভাট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার রাজনীতিতে ‘খেলা হবে’ জনপ্রিয় স্লোগান।
কিন্তু ‘খেলা হবে’ স্লোগানের সাথে বলিউড ও আলিয়া ভাটের কি সম্পর্ক? করণ জোহর তাঁর নতুন সিনেমা #RockyAurRaniKiiPremKahaani-র ট্রেলর লঞ্চ করেছেন। বাঙালি ও পঞ্জাবি পরিবারের দুই ছেলে-মেয়ের প্রেমের গল্প নিয়ে সিনেমা। কিন্তু হঠাৎ করে আলিয়া ভাট কেন বললেন ‘খেলা হবে’? কোন খেলার কথা বলছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট?
RANVEER SINGH – ALIA BHATT: ‘ROCKY AUR RANI KII PREM KAHAANI’ TRAILER IS HERE… #KaranJohar unveils the trailer of his forthcoming directorial #RockyAurRaniKiiPremKahaani.
বাংলার সিনেমাপ্রেমীরা ট্রেলর দেখে উচ্ছ্বসিত তো বটেই তাদের কৌতূহল খেলা হবে বলে কি বোঝাতে চাইলেন আলিয়া ভাট!
কোন খেলার কথা বলেছেন আলিয়া ভাট সেটা তো সিনেমা দেখেই বোঝা যাবে। এই সিনেমায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, চূর্ণী গাঙ্গুলি, টোটা রায় চৌধুরী, রণভির সিং ও প্রমুখ।