কলকাতায় আসছে মমি, মহানগর পাচ্ছে আরও এক মিউজিয়াম
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মমি নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই, এবার কলকাতায় আসছে সেই মমি। ইজরায়েল থেকে কলকাতার নয়া মিউজিয়াম, ‘স্টেট জুডিশিয়াল মিউজিয়াম অ্যান্ড রিসার্চ সেন্টার’-এ আনা হচ্ছে মমিটি। মিউজিয়ামের প্রধান উদ্যোক্তা তথা রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় জানিয়েছেন, সমস্ত জিনিসগুলি সংগ্রহ করে পুলিশি পাহারায় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে রাখা হয়েছে। পঞ্চায়েত ভোটের পর মিউজিয়ামের স্থান ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।
কয়েক হাজার প্রাচীন সম্পদ ও সামগ্রী থাকবে মিউজিয়মে। ২৫টি বিভাগ খোলা হচ্ছে। বাংলার বিপ্লবীদের বিচারপর্বের প্রাচীন নথি, চন্দ্রকেতুগড়, খনা-মিহিরের ঢিপিসহ প্রাক মৌর্য যুগের নির্দশন, গুপ্ত-কুষাণ যুগের নানান প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাখা থাকবে নয়া মিউজিয়মে। ব্রিটিশ এবং মোঘল আমলের কামান, বিপ্লবীদের ব্যবহৃত নানা ধরনের দুষ্প্রাপ্য পিস্তল, রিভলভার, বন্দুক রাখা হবে মিউজিয়ামে। ২৫টির মধ্যে পুজোর আগেই দুটি বিভাগ চালু করতে চাইছে মিউজিয়াম কর্তৃপক্ষ।