খেলা বিভাগে ফিরে যান

নতুন কোন ভূমিকায় সৌরভ! তাঁর টুইট নিয়ে জল্পনা

July 4, 2023 | < 1 min read

নতুন কোন ভূমিকায় সৌরভ!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নতুন কোন ভূমিকায় এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে? খোদ সৌরভের একটি টুইট ঘিরে শুরু হয়েছে জল্পনা।

টুইটারে প্রাক্তন ভারতীয় অধিনায়ক লিখেছেন, ‘১৯৯০-এর দশকে ক্রিকেট আমাকে একটি নতুন জীবন দিয়েছে… আমার ক্রিকেট ক্যারিয়ার থেকে নে‍ওয়া শিক্ষা আপনাদের সবার সাথে শেয়ার করব…’। তারপরই তিনি তাঁর ফলোয়ারদের জিজ্ঞাসা করছেন- আপনারা বলুন, এখন আপনাদের সঙ্গে কোন অভিজ্ঞতা ভাগ করে নেব: নেতৃত্ব বা আবেগ।

এরপর থেকেই সৌরভ ভক্তদের মনে কৌতুহল শুরু হয়েছে- দাদা কি তাহলে নতুন কোনও সিরিজ শুরু করতে চলেছেন?

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #Sports, #Sourav Ganguly, #Tweet, #leadership

আরো দেখুন