রাজ্য বিভাগে ফিরে যান

দক্ষিণবঙ্গে কি আরও বাড়বে গরম? ফের ভারী বৃষ্টির সম্ভাবনা কবে?

July 4, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণবঙ্গে কয়েক দিন যাবৎ উধাও সেই বর্ষার আমেজ। তীব্র দাবদাহ না থাকলেও বাড়ছে ভ্যাপসা গরম, তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রায় আপাতত বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অন্যদিকে দুর্যোগপূর্ণ অবস্থা উত্তরবঙ্গে। লাগাতার ভারী থেকে অতিভারী বৃষ্টি বজায় রয়েছে সেখানে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিন আপাতত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বেড়ে যাওয়া তাপমাত্রা আগামী ৫ দিন এরকমই থাকতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলায় অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূম এবং মুর্শিদাবাদের দুই এক জায়গাতে আগামী ২ দিনে ভারী বৃষ্টি হতে পারে। আজ কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

অন্যদিকে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি আছে। আজ মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙে অতিভারী বৃষ্টির জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #Rain, #Weather Update, #West Bengal Weather, #West Bengal, #North Bengal

আরো দেখুন