ক্ষুদ্র সেচ পরিকাঠামো উন্নয়নে রাজ্যকে সহায়তা করবে বিশ্ব ব্যাঙ্ক
July 4, 2023 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যে ক্ষুদ্র সেচের পরিকাঠামোগত উন্নয়নে এবার আরও গতি আসবে বলে মনে করা হচ্ছে। কারণ, ক্ষুদ্র সেচ পরিকাঠামোগত উন্নয়নে সহজ শর্তে প্রায় ১৫০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করল বিশ্ব ব্যাঙ্ক।
‘বেঙ্গল অ্যাক্সিলেরেটেড ডেভেলপমেন্ট অব মাইনর ইরিগেশন’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য এই অর্থ ঋণ হিসেবে দেবে বিশ্ব ব্যাঙ্ক। ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১১০০ কোটি টাকা খরচ করে প্রথম পর্যায়ের কাজ হয়েছে। সুন্দরবন সহ বিভিন্ন এলাকায় খাল সংস্কার সহ মোট তিন হাজার কাজ হয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং এবং কালিম্পংয়ের মতো জেলাগুলিতে। পঞ্চায়েত ভোট মিটলে রাজ্য সরকার ও বিশ্ব ব্যাঙ্কের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে বলে মনে করা হচ্ছে।