দেশ বিভাগে ফিরে যান

অমৃতকালের অপমৃত্যু! নয়া নাম ‘কর্তব্যকাল’ নিয়ে মোদীকে খোঁচা বিরোধীদের

July 5, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিরোধীরা বলেন মোদী প্রচারে থাকতে ভালবাসেন। প্রচার সর্বস্ব রাজনীতিই তাঁর হাতিয়ার। সেই কারণেই নিত্য নতুন রাজনৈতিক স্লোগান, প্রকল্প নিয়ে হাজির হন মোদী। সদ্যই অমৃতকালের আমদানি করা হয়েছিল। যার অপমৃত্যু হয়েছে, এখন অমৃতকাল বদলে গেল কর্তব্যকালে। কোথা থেকে অমৃতকাল এল, কখন এল আর কখন গেল টের পাওয়া গেল না! প্রশ্ন তুলছেন বিরোধীরা। মোদী নাম বদলের কৌশলকে শ্লেষে আক্রমণ করেছেন আরটিআই কর্মী সাকেত গোখলে। টুইটে সাকতে লিখছেন, “এখন কেবল নাম বদলে দিলেই হল। বেকারত্ব হবে কর্মসংস্থান, মূল্য বৃদ্ধি হবে মূল্য হ্রাস আর ব্যর্থতা হবে সাফল্য।”

মোদী যখন যে স্লোগান আমদানি করেন, কেন্দ্র সরকার, দলীয়ভাবে বিজেপি এবং বিজেপি শাসিত রাজ্য সরকারগুলি সেই স্লোগান ব্যবহার করতে শুরু করেন। কৃত্রিমভাবে ঝড় তোলা হয়। ২০১৪ সাল থেকে যত প্রকল্প সরকার এনেছে, কম বেশি সেই সংখ্যকই স্লোগান এসেছে। ঘুরিয়ে ফিরিয়ে সব স্লোগানই দল ও সরকারের অনুষ্ঠানে ব্যবহার করা হয়। কিন্তু সবচেয়ে কম টিকলো অমৃতকাল। দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে মোদী অমৃতকালের ঘোষণা করেছিলেন, ২০২১ সালের ১৫ আগস্ট থেকে দেশে অমৃতকাল চলছে। তা নাকি পরবর্তী ২৫ বছর ধরে চলবে। অর্থাৎ ২০২২ সাল থেকে ২০৪৭ সাল পর্যন্ত অমৃতকাল চলার কথা। ভারতের স্বাধীনতার শততম বর্ষ পর্যন্ত ভারতের অমৃতকাল চলবে। সে সময় থেকেই অমৃতকাল স্লোগান ব্যবহার শুরু হয়। এমনকী অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেটের নাম দিয়েছিলেন অমৃতকালের বাজেট। কিন্তু এক বছর পূর্ণ হওয়ার আগেই অমৃতকাল স্লোগানের মৃত্যু ঘটল।

৪ জুলাই অন্ধ্রপ্রদেশের পুত্তাপূর্তিতে হীরা সাঁই গ্লোবাল কনভেনশন সেন্টারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভিডিও কনফারেন্সে মোদী বলেন, এবার থেকে অমৃতকালের নাম বদলে কর্তব্যকাল করা হল। প্রসঙ্গত, দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট অবধি বিস্তৃত রাস্তার নাম বদলে ইতিমধ্যে কর্তব্যপথ রেখেছেন মোদী সরকার। এবার অমৃতকাল পালটে যাচ্ছে কর্তব্যকালে।

কর্তব্যকাল মোদীর নবতম স্লোগান, অমৃতকাল ২০৪৭ সাল পর্যন্ত চলার কথা ছিল। এখনই কেন তা বন্ধ করে দেওয়া হল, প্রশ্ন তুলছেন বিরোধীরা। মঙ্গলবার মোদী বলেছেন, স্বাধীনতার ১০০ বছরে পা রাখার জন্য অমৃতকালের নাম বদলে এখন থেকে কর্তব্যকাল রাখা হচ্ছে। এত অল্প সময়ের মধ্যে অমৃতকাল শেষ হয়ে গেল? কখন এল, কখন চলে গেল, টের পাওয়া গেল না বলে কটাক্ষ করছেন বিরোধীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#PM Modi, #Kartavya Kaal, #Amrit Kaal

আরো দেখুন