প্রযুক্তি বিভাগে ফিরে যান

বিয়ে দিচ্ছে ChatGPT, মার্কিনমুলুকে চার হাত এক হল AI-র দৌলতে

July 6, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাড়ভাঙার তোতলা ভটচায রেকর্ড প্লে করে, মন্ত্র শুনিয়ে মনসা আর বগলার বিয়ে দিয়েছিলেন। সিনেমার সে ছবিই যেন ধরা দিল বাস্তবে, তবে আরও এক ধাপ এগিয়ে। পুরোহিত অনুপস্থিত, পুরোহিতের বদলে বিয়ে দিল কৃত্রিম বুদ্ধিমত্তা। বিয়ে দিয়েছে চ্যাটজিপিটি। মার্কিন মুলুকে ঘটনাটি ঘটেছে।

চ্যাটজিপিটি অ্যাপ ভয়েসের মাধ্যমে রিসি উইঞ্চ এবং ডেটন ট্রুইটের বিয়ে দিয়েছে। মাত্র পাঁচদিনের মধ্যে বিয়ের পরিকল্পনা করেছিলেন এই মার্কিন যুগল। ডেটন সেনাবাহিনীতে যোগ দিতে যাচ্ছিলেন। তাই তাড়াহুড়ো করে বিয়ে, তাঁদের বিয়ে হয়েছে কলোরাডোতে। যুক্তরাষ্ট্রের এই প্রদেশে বিয়ের জন্যে আলাদা করে কোনও লাইসেন্স প্রাপ্ত আধিকারিকের প্রয়োজন হয় না।

প্রযুক্তির সাহায্যে বিয়ে দেওয়ার পরিকল্পনা করেন কনের বাবা স্টিফেন। ঠিক করেন চ্যাটজিপিটির মাধ্যমে সম্পন্ন হবে বিয়ে। চ্যাটজিপিটি তথা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পৃথিবীর প্রথম বিয়ে দেওয়ার ঘটনার সাক্ষী রইল মার্কিনমুলুক।

TwitterFacebookWhatsAppEmailShare

#wedding, #chatgpt, #US couple

আরো দেখুন