রাজ্যসভায় মেয়াদ শেষ হতে চলা বাংলার সাংসদের পারফরমেন্স কেমন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার ছয় সাংসদের মেয়াদ শেষ হচ্ছে রাজ্যসভায়। আগামী ২৪ জুলাই ওই ছয় আসনে নির্বাচন হওয়ার কথা। পাশাপাশি লুইজিনহো ফালেইরো ইস্ফতা দেওয়ায়, তাঁর আসনটিতেও নির্বাচন হচ্ছে। দেখে নেওয়া যাক, রাজ্যসভার অধিবেশনে উপস্থিতি, প্রশ্ন করা, বিতর্কে অংশগ্রহণের নিরিখে কোন সাংসদের পারফরমেন্স কেমন?
প্রদীপ ভট্টাচার্য (মেয়াদকাল: ১৯.০৮.২০১৭-এখনও)
উপস্থিতি: ৮০%
বিতর্কে অংশগ্রহণ: ১০৮
প্রশ্ন সংখ্যা: ৯২৬
প্রাইভেট মেম্বার্স বিল: ০
ডেরেক ও’ব্রায়েন (মেয়াদকাল: ১৯.০৮.২০১৭- এখনও)
উপস্থিতি: ৮১%
বিতর্কে অংশগ্রহণ: ৩০৩
প্রশ্ন সংখ্যা: ৯৬৯
প্রাইভেট মেম্বার্স বিল: ০৭
সুখেন্দুশেখর রায় (মেয়াদকাল: ১৯.০৮.২০১৭-এখনও)
উপস্থিতি: ৮২%
বিতর্কে অংশগ্রহণ: ৩১৩
প্রশ্ন সংখ্যা: ২৬৬
প্রাইভেট মেম্বার্স বিল: ০৪
দোলা সেন (মেয়াদকাল: ১৯.০৮.২০১৭- এখনও)
উপস্থিতি: ৫৩%
বিতর্কে অংশগ্রহণ: ২০৬
প্রশ্ন সংখ্যা: ৩৭
প্রাইভেট মেম্বার্স বিল: ০
শান্তা ছেত্রী (মেয়াদকাল: ১৯.০৮.২০১৭- এখনও)
উপস্থিতি: ৭৯%
বিতর্কে অংশগ্রহণ: ১৬৩
প্রশ্ন সংখ্যা: ৩৯৫
প্রাইভেট মেম্বার্স বিল: ১১
সুস্মিতা দেব (মেয়াদকাল: ২৭.০৯.২০২১-এখনও)
উপস্থিতি: ৪৮%
বিতর্কে অংশগ্রহণ: ২২
প্রশ্ন সংখ্যা: ৯৪
প্রাইভেট মেম্বার্স বিল: ০
লুইজিনহো ফালেইরো (মেয়াদকাল: ২৯.১১.২০২১-১১.০৪.২০২৩)
উপস্থিতি: ৩৫%
বিতর্কে অংশগ্রহণ: ৯
প্রশ্ন সংখ্যা: ৫৭
প্রাইভেট মেম্বার্স বিল: ০
তথ্যসূত্র: prsindia