কোন কোন সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ খান জানেন কী?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লস অ্যাঞ্জেলসে শুটিং ফ্লোরে শাহরুখ খান আহত হয়েছিলেন গতকাল। অস্ত্রপ্রচারের পর ছেড়ে দেওয়ার পর মুম্বই ফিরে গেছেন।
কিন্তু জানেন কী এর আগেও শাহরুখ খান বহুবার শুটিং ফ্লোরে আহত হয়েছেন। দেখে নেওয়া যাক কোন কোন সিনেমার শুটিংয়ের সময় আহত হন বাদশাহ।
১) ইংলিশ বাবু দেশি মেম:

এই সিনেমায় প্রথম গুরুতর চোট পান শাহরুখ। সহ অভিনেতা অনুপম খেরের পা দিয়ে বুকে মারার দৃশ্য ছিল। সেই সিন করতে গিয়ে পাঁজরে ৩টি ফ্র্যাকচার হয় শাহরুখ খানের।
২) কোয়লা:

রাকেশ রোশনের পরিচালনায় ‘কোয়লা’ সিনেমায় অভিনয় করেন শাহরুখ খান ও মাধুরী দীক্ষিত। এই ছবির শুটিংয়ের সময় হেয়ারলাইন ফ্র্যাকচার হয় হাঁটুতে শাহরুখ খানের।
৩) দিল সে:

এই সিনেমায় লাফানোর দৃশ্যে ডান পায়ের বুড়ো আঙুলে চোট পান শাহরুখ।
৪) ওয়ান টু কা ফোর:

ফাইটিং সিকোয়েন্সের একটি দৃশ্যে গোড়ালিতে চোট পেয়েছিলেন কিং খান।
৫) শক্তি:

এই সিনেমায় ক্যামিও রোলে ছিলেন শাহরুখ খান। ‘ইশক কমিনা’ গানের দৃশ্যে পড়ে গিয়ে পিঠে চোট পেয়েছিলেন শাহরুখ খান।
৬) দুলহা মিল গেয়া:

এই সিনেমাতেও ক্যামিও করেন শাহরুখ খান এবং ছোট ধরনের চোট পেয়েছিলেন তিনি।
৭) মাই নেম ইজ খান:

পুরোনো চোটে ব্যথা অনুভব করেন শাহরুখ খান শুটিংয়ে সময়।
৮) রা ওয়ান:

বলিউডে প্রথম যদি কেউ ভিএফএক্স নিয়ে কাজ করে থাকে সেটা হল শাহরুখ খান। এই সিনেমার শুটিংয়ের সময় কাঁধে গুরুতর চোট পান। এই সিনেমার কাজ শেষ হওয়ার সাথে সাথে যোগ দেন চেন্নাই এক্সপ্রেসের শুটিংয়ে। শুটিং চলাকালীন ব্যথা বাড়তে থাকে। এই ছবির শুটিংয়ের পর বড় ধরনের অস্ত্রপ্রচার হয় কাঁধে বলিউডের বাদশাহর।
৯) হ্যাপি নিউ ইয়ার:

এই সিনেমার শুটিং চলাকালীন সেটের একটি দরজা শাহরুখের কাঁধে ও মাথায় পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন।
১০) ফ্যান:

এই সিনেমার শুটিং চলাকালীন আবারও আহত হন কিন্তু গুরুত্ত চোট ছিল না এটা।