রাজ্য বিভাগে ফিরে যান

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মীদের সবেতন ছুটি পঞ্চায়েত ভোটের দিন

July 6, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী শনিবার অর্থাৎ ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। রাজ্যের মোট ২০ জেলায় ভোট গ্রহণ পর্ব চলবে। সেই সকল এলাকায় রাজ্য সরকারের সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, দোকান, কলকারখানা-সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে বলে ঘোষণা করল নবান্ন।

রাজ্য সরকারের শ্রম দপ্তরের নির্দেশ, বিভিন্ন ব্যবসায়িক সংস্থা, শিল্প প্রতিষ্ঠান, অধিগৃহীত সংস্থা বা দোকান পাটকে এই নীতি মানতে হবে। তাদের প্রতিষ্ঠানে কর্মরত যে সব কর্মী পঞ্চায়েতের ভোটার তাঁদের ৮ জুলাই সবেতন ছুটি দিতে হবে। যাতে তাঁরা পঞ্চায়েত ভোটে তাঁদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে।

সবেতন ছুটি পাবেন রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীদের পাশাপাশি বেসরকারি কর্মচারীরাও। মনে করা হচ্ছে, ভোটদানে উৎসাহ দেওয়ার জন্যই এই ছুটি দেওয়া হয়েছে। বেতন কাটার আশঙ্কায় যাতে কোনও কর্মচারী না থাকেন, সে কারণে সবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Panchayat Poll, #Panchayat Election, #West Bengal Panchayat Election 2023

আরো দেখুন