কেন্দ্রীয় বাহিনী পঞ্চায়েতের ফল ঘোষণার পরও ১০ দিন থাকবে রাজ্যে, নির্দেশ হাইকোর্টের
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ভোট পরবর্তী হিংসা রুখতে কলকাতা হাই কোর্ট এক নির্দেশিকায় জানিয়েছে, পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেও রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।
২০১৮ সালে পঞ্চায়েত ভোটের বা একুশ সালে বিধানসভা ভোটের পর বিক্ষিপ্ত ভাবে হিংসার ঘটনা ঘটেছে। পুরনো ঘটনার প্রসঙ্গ তুলে মামলাকারীদের আইনজীবীরা এদিন হাইকোর্টে আবেদন করেন, ভোটের ফল ঘোষণার পরেও অন্তত ১০ দিন থেকে ২ সপ্তাহ কেন্দ্রীয় বাহিনী রাখা হোক।
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম তাঁর নির্দেশ ঘোষণা করতে গিয়ে বলেন, ভোট পরবর্তী হিংসার ঘটনার অতীত দৃষ্টান্ত দেখে আদালতও মনে করছে ভোটের পর অন্তত ১০ দিন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন থাকা উচিত। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যেন তাদের অবস্থান পঞ্চায়েতের নোডাল অফিসারকে জানান। এখানে নোডাল অফিসার বলতে বিএসএফের আইজি পদ মর্যাদার অফিসারকে বোঝানো হয়েছে, যিনি ফোর্স-কো-অর্ডিনেটরের কাজ করছেন।
পঞ্চায়েত ভোটের ফলগণনা শুরু হবে আগামী ১১ জুলাই। কিন্তু প্রক্রিয়া শেষ হতে হতে ১২ তারিখ হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে ১২ জুলাইয়ের পর আরও ১০ দিন বাহিনী মোতায়েন রাখতে হবে জানিয়ে দিয়েছে আদালত। পাশাপাশি পঞ্চায়েত ভোট দিতে ব্যবহার হবে যে ব্যালট বাক্স তার নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।