মোদী সরকারের স্বাস্থ্যমন্ত্রকের বিচারে সেরার তকমা বালুরঘাট জেলা হাসপাতালের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চিকিৎসা পরিষেবা তথা গুণগত মানের নিরিখে মোদী সরকারের স্বাস্থ্যমন্ত্রক তরফে সেরার তকমা পেল বাংলার বালুরঘাট জেলা হাসপাতাল। পুরস্কার পাওয়ার সুবাদে আগামী তিন বছর বালুরঘাট জেলা হাসপাতাল ৪ কোটি ৬৩ লক্ষ টাকা পাবে। উল্লেখ্য, এর আগে বালুরঘাট হাসপাতাল কায়া প্রকল্পে সেরার শিরোপা জিতেছিল।
মে মাসে বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শনে এসেছিল স্বাস্থ্যমন্ত্রকের প্রতিনিধি দল। তারা তিনদিন ধরে হাসপাতালের সমস্ত বিভাগ ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথাও বলেছিলেন। হাসপাতালের সব বিভাগের চিকিৎসা পরিষেবার পরিকাঠামো, গুণমান যাচাই করা হয়। প্রসূতি বিভাগ ও শিশু বিভাগ পরিদর্শনের পর কেন্দ্রীয় প্রতিনিধি দল তাদের রিপোর্ট দেয়। সেই রিপোর্টে বালুরঘাট জেলা হাসপাতাল তিনটি প্রকল্পে যথাক্রমে ৯৬, ৯৪ এবং ৯৩ শতাংশ নম্বর পায়।
স্বাস্থ্যক্ষেত্রে এহেন সাফল্যের পর সবাই অত্যন্ত খুশি। দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, এই প্রথম বাংলার কোনও হাসপাতাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তিনটি প্রকল্পেই সেরা হয়েছে। হাসপাতালের প্রসূতি, শিশু, ইমারজেন্সি–সহ ১৬টি বিভাগের গুণগত মান দেখে সার্টিফিকেট দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষেন্দু বিকাশ বাগ জানিয়েছেন, তাঁরা এই সম্মান ধরে রাখতে হবে। মানুষকে ১০০ শতাংশ পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন।