← রাজ্য বিভাগে ফিরে যান
কেমন থাকবে আজ রাজ্যের আবহাওয়া? জেনে নিন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে সকালে আকাশ রোদ ঝলমলে থাকলেও বেলা বাড়তেই মুখ ভার হবে আকাশের। বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতায়।
কলকাতা এবং পার্শ্ববর্তি জেলাগুলিতে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও নদিয়ায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে।
উত্তরবঙ্গে আরও ৩-৪ দিন চলবে বৃষ্টি। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা থাকবে।