প্রবল বৃষ্টি ও ধসের জের, আজ রবিবারও বাতিল অমরনাথযাত্রা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবারের পর আজ রবিবারও বাতিল হল অমরনাথযাত্রা। জম্মুতে প্রবল বৃষ্টির কারণে জায়গায় জায়গায় ধস নেমেছে ফলে বাধ্য হয়েই বাতিল করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রা। জম্মু ও আমরনাথের পথে বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন পুণ্যার্থীরা। বৃষ্টির কারণে গতকাল অর্থাৎ শনিবার প্রথম যাত্রা বাতিল করা হয়।
গত বৃহস্পতিবার থেকে জম্মুসহ পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। অমরনাথ গুহা সংলগ্ন কিছু এলাকায় বৃষ্টির পাশাপাশি তুষারপাতও হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোনও কোনও জায়গায় রেকর্ড বৃষ্টি হয়েছে। অমরনাথ শ্রাইং বোর্ড জানিয়েছে, প্রবল বৃষ্টির জন্য পহেলগাম ও বালতাল, দুই রুটেই যাত্রা বাতিল হয়েছে।
এখনও পর্যন্ত চলতি বছর ৮০ হাজার মানুষ অমরনাথ গিয়েছেন। ১ জুলাই থেকে পেহলগাম ও বালতালের রাস্তা ধরে, তাঁরা অমরনাথ যাচ্ছেন। জম্মু-শ্রীনগর হাইওয়ের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন পুণ্যার্থীরা। কেউ কেউ বেসক্যাম্পে রয়েছে। ভগবতীনগর বেসক্যাম্প রয়েছেন অনেকেই। আবহাওয়া অনুকূল হলে ফের যাত্রা শুরু হবে।