← উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান
ভোটের দিন জন্ম, মালদহে কন্যা সন্তানের নাম ‘মমতা’ রাখলেন বাবা-মা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোটের দিন জন্ম নিল এক রত্তি, বাবা-মা সন্তানের নাম রাখলেন মমতা। মালদার গাজোলের লক্ষ্মী ভুঁইমালি, তাঁর মেয়ে নামকরণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রীর নামে। ভোটের দিন অর্থাৎ ৮ জুলাই কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বাসিন্দা লক্ষ্মী ভুঁইমালি, সন্তানসম্ভবা হাওয়ায় বাপেরবাড়ি মালদহের গাজোলে ছিলেন। শুক্রবার দুপুরে মালদার গাজোলের গ্রামীণ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। শনিবার সেখানে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। লক্ষ্মীদেবীর স্বামী পলাশ বৈশ্য বলেন ভোটের দিন মেয়ে হয়েছে বলেই, বাড়ির সকলের ইচ্ছায় মেয়ের নাম মমতা রাখা হয়েছে।