সিলভার স্ক্রিনে ‘নয়ন রহস্য’, এবারের বড়দিনে ফিরবেন ফেলুদা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবার বড় পর্দায় আসছে ফেলু কাহিনী। হত্যাপুরীর পর এবার সত্যজিৎ রায়ের নয়ন রহস্য অবলম্বনে ছবি বানাচ্ছেন সন্দীপ রায়। যদিও পরিচালক জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির পরিকল্পনা।
প্রসঙ্গত, সত্যজিতের জন্ম শতবর্ষে ফেলু, শঙ্কুকে নিয়ে জোড়া কাহিনীর ছবি বানানোর পরিকল্পনা করেছিলেন সন্দীপ রায়। কিন্তু করোনার কারণে সেই সময় তা বাস্তবায়িত হয়নি। তখনই নয়ন রহস্য কাহিনীটি বেছে রেখেছিলেন পরিচালক। এই ছবিতেও ফেলুর ভূমিকায় থাকছেন ইন্দ্রনীল। উল্লেখ্য, হত্যাপুরী থেকে ফেলুদা হিসেবে ইন্দ্রনীল সেনগুপ্তর যাত্রা আরম্ভ হয়। মনে করা হচ্ছে, ফেলু, তোপসে ও জটায়ুর চরিত্রে এই ছবিতেও হত্যাপুরীর কাস্ট অপরিবর্তিত থাকবে। বিস্ময়বালক জ্যোতিষ্ক অর্থাৎ নয়নের চরিত্রে কাকে দেখা যাবে, সে বিষয় কিছুই জানা যায়নি।
নয়ন রহস্য গল্পের অনেকটা জুড়ে রয়েছে মাদ্রাজ, সেক্ষেত্রে দক্ষিণ ভারতে ছবির শ্যুটিং হাওয়ার সম্ভাবনা থাকছে। ছবির প্রযোজনা করবে সুরিন্দর ফিল্মস। শীতে বড়দিনের উপহার হিসেবে, ফেলু ছবি মুক্তি পায় কিনা, সে উত্তর মিলবে কয়েকদিনের মধ্যেই।