রাজ্য বিভাগে ফিরে যান

২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বুথ ফেরত সমীক্ষায় কী বলছে?

July 9, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। দার্জিলিং, কালিম্পং ছাড়া বাংলার ২০টি জেলায় ত্রিস্তর পঞ্চায়েতে ৯২৮টি জেলা পরিষদ আসনের মধ্যে ৮টি আসনে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। বাকি ৯২০টি আসনে ভোটগ্রহণের পর বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, বেশিরভাগ জেলায় সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে তৃণমূল। উত্তরবঙ্গে হয়ত কিছুটা হলেও লড়াই দিতে পারে পদ্মবাহিনী। অন্যদিকে, মুর্শিদাবাদ ছাড়া বাম-কংগ্রেস জোটের কোনও প্রভাবই পড়বে না গোটা বাংলায়। এমনই জানাচ্ছে, সমীক্ষক সংস্থা সি ভোটার।

এক নজরে দেখে দেওয়া যাক, সি ভোটারের এক্সিট পোল অনুযায়ী জেলা পরিষদগুলোর ফলাফলের প্রবণতা কোন দিকে যেতে পারে:

কোচবিহার

তৃণমূল: ১১-১৭
বিজেপি: ১৮-২২
বাম + কংগ্রেস: ০-১

দক্ষিণ ২৪ পরগণা

তৃণমূল: ৫৯-৬৯
বিজেপি: ১৪-২০
বাম + কংগ্রেস: ১-৫

পুরুলিয়া

তৃণমূল: ২২-৩২
বিজেপি: ১০-১৬
বাম + কংগ্রেস: ০-৪

মুর্শিদাবাদ

তৃণমূল: ৩৯-৪৯
বিজেপি: ০-৪
বাম + কংগ্রেস: ২৬-৩৬

দক্ষিণ দিনাজপুর

তৃণমূল: ১১-১৫
বিজেপি: ৬-১০
বাম +কংগ্রেস: ০-১

পশ্চিম বর্ধমান

তৃণমূল: ১১-১৫
বিজেপি: ২-৬
বাম + কংগ্রেস: ০-১

হুগলি

তৃণমূল: ৩৬-৪৬
বিজেপি: ৭-১৩
বাম + কংগ্রেস: ০-৪

জলপাইগুড়ি

তৃণমূল: ১৬-২০
বিজেপি: ৪-৮
বাম + কংগ্রেস: ০-১

পূর্ব মেদিনীপুর

তৃণমূল: ৩৫-৪৫
বিজেপি: ২৬-৩২
বাম + কংগ্রেস: ০-২

বীরভূম

তৃণমূল: ৩৪-৪৪
বিজেপি: ৬-১২
বাম + কংগ্রেস: ০-৫

আলিপুরদুয়ার

তৃণমূল: ৪-৮
বিজেপি: ১০-১৪
বাম + কংগ্রেস: ০-১

পশ্চিম মেদিনীপুর

তৃণমূল: ৩১-৪১
বিজেপি: ১৯-২৫
বাম + কংগ্রেস: ০-৪

উত্তর ২৪ পরগণা

তৃণমূল: ৪৪-৫৪
বিজেপি: ৫-১১
বাম + কংগ্রেস: ৬-১০

ঝাড়গ্রাম

তৃণমূল: ১৩-১৭
বিজেপি: ২-৬
বাম + কংগ্রেস: ০-১

পূর্ব বর্ধমান

তৃণমূল: ৪৩-৫৩
বিজেপি: ১১-১৭
বাম + কংগ্রেস: ১-৫

বাঁকুড়া

তৃণমূল: ৩৭-৪৭
বিজেপি: ৯-১৫
বাম + কংগ্রেস: ০-৩

নদীয়া

তৃণমূল: ৩০-৪০
বিজেপি: ১২-১৮
বাম + কংগ্রেস: ০-৪

উত্তর দিনাজপুর

তৃণমূল: ১৯-২৫
বিজেপি: ০-৪
বাম + কংগ্রেস: ০-৩

হাওড়া

তৃণমূল: ২৭-৩৫
বিজেপি: ৭-১১
বাম + কংগ্রেস: ১-৩

মালদহ

তৃণমূল: ১৮-২৬
বিজেপি: ৩-৭
বাম + কংগ্রেস: ১৫-১৭

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Exit Poll, #CVoter, #Panchayet Election

আরো দেখুন