উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

পুজোর ছুটিতে পাহাড় ভ্রমণের হিড়িক, কনফার্ম হচ্ছে না ট্রেনের টিকিট

July 10, 2023 | < 1 min read

পুজোর ছুটিতে পাহাড় ভ্রমণের হিড়িক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজো আসছে, পুজোর ছুটিতে উত্তরবঙ্গের পাহাড় যাওয়া প্ল্যান রয়েছে? ট্রেনের টিকিট কিন্তু বাড়ন্ত! পুজোর দিনগুলিতে উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেনের টিকিট শেষ। কয়েক হাজার যাত্রী ওয়েটিং লিস্টের দিকে তাকিয়ে রয়েছেন। পুজোয় তাঁদের ঘুরতে যাওয়া নির্ভর করছে রেলের উপর। পুজোর পরের টিকিটের অবস্থাও প্রায় তাই, টিকিটের চাহিদা ঊর্ধ্বমুখী। একাদশী থেকে লক্ষ্মীপুজো অবধি সিমলা ও দার্জিলিংগামী প্রায় সব ট্রেনের ওয়েটিং লিস্টই ১০০ শতাংশ পেরিয়ে গিয়েছে। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কালকা মেল কোনটাতেই টিকিট নেই।

পুজোর ছুটিতে বাঙালিদের মধ্যে বেনারস ও দেরাদুন যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। কুম্ভ এক্সপ্রেস ও দুন এক্সপ্রেসের টিকিটের চাহিদাও বাড়ছে। রেলের রিজার্ভেশন কাউন্টারের সামনে ভিড় চোখে পড়েছে। পুজোর পরেও ঘুরতে যাওয়ার উৎসাহ দেখা যাচ্ছে। টিকিট কাটার জন্য মধ্যরাত থেকে শহর ও শহরতলির রিজার্ভেশন অফিসগুলিতে লাইনে দিচ্ছেন ভ্রমণপ্রেমীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Travel, #Darjeeling, #North Bengal, #trip

আরো দেখুন