অবশেষে প্রকাশ্যে এল শাহরুখের #JawanTrailer, কতটা মন জয় করলেন বাদশাহ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সব অপেক্ষার অবসান! অবশেষে আজ প্রকাশ্যে এল বাদশাহ শাহরুখ খানের জওয়ান সিনেমার ট্রেলর।
৭ই জুলাইয়ে রাত ১২টায় রেড চিলিজ এন্টারটেনমেন্ট টুইট করে দা কাউন্টডাউন বিগিনস টু জওয়ান।
এই টুইট হতেই সোশ্যাল মিডিয়ায় এবং সব জায়গায় খবর ছড়িয়ে যায় আর কিছুদিনের মধ্যে বড় কিছু ঘোষণা হতে চলেছে। ঠিক পরেরদিন Jawan সিনেমার ২ মিনিট ১৫ সেকেন্ডের প্রথম ট্রেলর সেন্সর বোর্ডের তরফে U/A পেল আর শাহরুখ ভক্তরাও উল্লসিত ছিল এই খবর দেখে।
ট্রেলর প্রকাশ্যে আসতেই বাদশাহ শাহরুখ খানের ভক্তদের উন্মাদনা তুঙ্গে। শাহরুখ খানের লুক দেখে পাগল তার ফ্যানেরা। প্রথমবার এই লুকে দেখে প্রত্যেক শাহরুখ ভক্ত ও সিনেমাপ্রেমী মানুষ এক কথায় ঘায়েল। টিম শাহরুখ খান ফ্যান ক্লাবের সদস্যরা বলছে Jawan সিনেমা Pathaan-কে ছাড়িয়ে যাবে প্রথমদিনের বক্স অফিস আয়ে। তারা ‘জওয়ান’ সিনেমার প্রমোশনাল একটিভিটি হিসেবে ব্যারাকপুরের একটি অনাথাশ্রমে ১০০ জন বাচ্চাদের দুপুরের খাবার খাওয়ায় ও কেক কাটাও হয়।
ট্রেলরটি সত্যিই অসাধারণ এবং যেমন সিনেমাটোগ্রাফি তেমনই ব্যকগ্রাউন্ড মিউজিক। ডিরেক্টর এটলি কুমার, মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ রবিচন্দ্র রসায়ন ঝড় তুলেছে সব জায়গায়। টুইটারে ট্রেন্ড করছে #JawanPrevue। এই সিনেমায় অভিনয় করছেন শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপাতি, দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত ও প্রমুখ।