তৃণমূলের চমক! রাজ্যসভার প্রার্থী সাকেত গোখলে, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য ছয় প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। প্রত্যাশিতভাবেই বর্তমান রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন এবং সুখেন্দুশেখর রায়, এই তিনজনের নাম তালিকায় আছে।
চমক হিসেবে এবার RTI কর্মী সাকেত গোখলে, তৃণমূলের আলিপুরদুয়ার জেলার সভাপতি প্রকাশ চিক বরাইক এবং সামাজিক ন্যায়বিচারের জন্য কাজ করা বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলামকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।
ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন এবং সুখেন্দুশেখর রায়কে আবার রাজ্যসভায় পাঠানো হলেও বাদ গেলেন সুস্মিতা দেব, শান্তা ছেত্রী। এছাড়াও লুইজিনহো ফালেইরো পদত্যাগ করার পর একটি আসন ফাঁকা ছিল।
আগামী ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন। রাজ্যসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছিল ৬ জুলাই। মনোনয়নের শেষ তারিখ: ১৩ জুলাই এবং মনোনয়ন যাচাই করার শেষ তারিখ ১৪ জুলাই। প্রার্থিপদ প্রত্যাহারের শেষ তারিখ: ১৭ জুলাই।
আগামী ২৪ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৪টা ভোট হবে এবং সেদিনই বিকাল ৫ টায় ভোট গণনা হবে।