বিনোদন বিভাগে ফিরে যান

রবি ঠাকুরের বেশে অনুপম খের-কে দেখে বিরক্ত স্বস্তিকা কী লিখলেন?

July 11, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক’দিন আগেই রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে অনুপম খেরের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। অনুপম খের সোশ্যাল মিডিয়ায় জানান যে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে দেখা যাবে তাঁকে। একটি ভিডিও পোস্ট করেন। এরপরই একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অনুপমের নাম উল্লেখ না থাকলেও বলার অপেক্ষা রাখে না, ওই পোস্টটি অনুপমকে উদ্দেশ্য করেই করেছিলেন অভিনেত্রী।

ছবির নাম, বিষয়বস্তু ও মুক্তির তারিখ কোনটাই অনুপম খের জানাননি। তবে তিনি লেখেন, তাঁর ৫৩৮ তম ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। এরপরই রবিবার একটি টুইট করেন স্বস্তিকা। তিনি লেখেন, ‘রবি ঠাকুরের চরিত্রে অভিনয় অনুচিত, ওঁকে একা ছেড়ে দিন’। বলাবাহুল্য, অনুপমের উদ্দেশ্যেই এই টুইট স্বস্তিকার। অনেকেই স্বস্তিকার বক্তব্যের সঙ্গে একমত, তাঁরাও তা সমাজ মাধ্যমে জানিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Anupam Kher, #swastika mukherjee, #RARABINDRANATH TAGOREE

আরো দেখুন