← দেশ বিভাগে ফিরে যান
সুপ্রিম ধাক্কা খেল কেন্দ্র, ইডির ডিরেক্টরের মেয়াদ কমিয়ে দিল সুপ্রিম কোর্ট
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট ইডি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রকে তৃতীয় মেয়াদ বৃদ্ধি করার কেন্দ্রের আবেদন বাতিল দিল সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালত জানিয়েছে এই এক্সটেনশনটি “বেআইনি”। সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়েছে, ইডি ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ ৩১ জুলাই, ২০২৩ পর্যন্ত হবে।
প্রসঙ্গত, একবার নয়, টানা তিনবার ইডির বর্তমান অধিকর্তার মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। সেই সিদ্ধান্তকে কেন্দ্র করে এবার সুপ্রিম কোর্টের গুরুতর প্রশ্নের মুখে পড়েছিল মোদী সরকার । শীর্ষ আদালতের প্রশ্ন করেছিল, এই অফিসার এতটাই অপরিহার্য! আর কোনও দক্ষ অফিসার নেই যাঁকে অধিকর্তার পদে বসানো যায়।