বাংলায় ফের লাল চোখ, মাথাচাড়া দিচ্ছে অ্যাডিনো, কাহিল শিশু থেকে বৃদ্ধ সকলেই
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও বাংলায় শুরু হল অ্যাডিনো সংক্রমণের দাপট। তিন থেকে পাঁচ দিনের জ্বর, চোখ লাল বা কনজাংটিভাইটিস, মাথা, গা-হাত-পা ব্যথা, পেট ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা যাচ্ছে, শিশু থেকে কাহিল সকলেই আক্রান্ত হচ্ছে। বিভিন্ন সরকারি-বেসরকারি রোগ ও রক্ত পরীক্ষা কেন্দ্রগুলি থেকে জানা যাচ্ছে, যেসব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে, তাদের অর্ধেকের বেশি অ্যাডিনো পজিটিভ হচ্ছে। বাকিদের মধ্যে অন্তত ২০ শতাংশ ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস, কিছু এইচ৩এন২ বা সোয়াইন ফ্লু ভাইরাসও রয়েছে। এই সময়টাতে ডেঙ্গুর গ্রাফও ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে।
অ্যাডিনো এবং ডেঙ্গুর মধ্যে বেশ কিছু উপসর্গের মিল রয়েছে। চিকিৎসকরা বলছেন, শ্বাসকষ্ট শুরু হলে, গায়ে র্যাশ দেখা দিলে, জ্বর বাড়তে থাকলে অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ নিন। এবার অ্যাডিনোয় একটু বড় বয়সের যেমন ৮ থেকে ১৪-১৫ বছর বয়সী বাচ্চাদের বেশি সমস্যা হচ্ছে। এতে প্যারাসিটামল, প্রচুর জল, ঘরোয়া রান্না, প্রোটিন জাতীয় খাদ্য এবং পর্যাপ্ত শাকসব্জি ও ফল খেলে দ্রুত সুস্থ হওয়া যাবে। তবে সংক্রামিত হলে স্কুলে কদিন যেতে নিষেধ করছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মতে, এবারে বড়দের ক্ষেত্রে ভাইরাল জ্বরের সবথেকে বড় বৈশিষ্ট্য হল, খুব দ্রুত চোখ লাল হয়ে যাওয়া। তবে খুব বেশি জটিলতা দেখা যাচ্ছে না। পরিমিত বিশ্রাম, প্রচুর জলপানে কাজ হচ্ছে।