রাজ্য বিভাগে ফিরে যান

LIVE UPDATE : ভোট গণনার টুকিটাকি

July 12, 2023 | 5 min read

সকাল ৯টা পর্যন্ত

দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদে দাপট তৃণমূলের, ৮৫ আসনের মধ্যে ৮৪টিতেই জয়।

বিরোধীশূন্য পশ্চিম বর্ধমান জেলা পরিষদ, ১৮টি আসনেই জয়ী তৃণমূল।

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৃণমূলের দখলে

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদেও নিরঙ্কুশ জয় তৃণমূলের

দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদে দাপট তৃণমূলের, ৮৫ আসনের মধ্যে ৮৪টিতেই জয়।

সকাল ৮টা পর্যন্ত

সুতির ১০ নম্বর জেলা পরিষদ আসনে জয়ী তৃণমূল কংগ্রেসের নাসিমা সুলতানা

সাগরদীঘির ২৪ নম্বর জেলা পরিষদ আসনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী ভারতী হাঁসদা

ফরাক্কার-১ নম্বর জেলা পরিষদ আসনে জয়ী তৃণমূল কংগ্রেসের আঞ্জুমারা খাতুন।

ফরাক্কার ২ নম্বর জেলা পরিষদ আসনে জয়ী তৃণমূল কংগ্রেসের হাবিব পারভেজ ওরফে টনি।

সুতির ১২ নম্বর জেলা পরিষদ আসনে জয়ী তৃণমূল কংগ্রেসের শ্রাবনী মাঝি।

সুতির ৯ নম্বর জেলা পরিষদ আসনে জয়ী তৃণমূল কংগ্রেসের রুবিয়া সুলতানা।

সামশেরগঞ্জের ৫ নম্বর জেলা পরিষদ আসনে জয়ী তৃণমূল কংগ্রেসের সাবিয়ারা খাতুন।

সামশেরগঞ্জের ৬ নম্বর জেলা পরিষদ আসনে জয়ী তৃণমূল কংগ্রেসের তহমিনা বিবি।

সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতি: মোট আসন ২৭ টি। তার মধ্যে তৃণমূল কংগ্রেস- ২১ টি, কংগ্রেস পেয়েছে ৫ টি এবং বিজেপি পেয়েছে ১ টি আসন।

রাত ১২টা পর্যন্ত

নন্দীগ্রামের দুটি ব্লক মিলিয়ে মোট ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে নন্দীগ্রাম ১-এ গ্রাম পঞ্চায়েত রয়েছে ১০টি। তার ৫টিতে জিতেছে বিজেপি। বাকি ৫টিতে জিতেছে তৃণমূল। নন্দীগ্রাম ২ ব্লকে ৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে বিজেপি ৪টিতে জিতেছে, তৃণমূল জিতেছে ৩টিতে। মোট ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি জিতেছে ৯টিতে। আর তৃণমূল ৮টিতে।

১৯টি গ্রামপঞ্চায়েতের ভাঙড়ে তৃণমূলের দখলে ১৮টি। আইএসএফ-জমিরক্ষা কমিটির জোট পেল একটি মাত্র পঞ্চায়েত।

রাত ১১টা পর্যন্ত:

কোচবিহারের ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মোট ২৫০৭টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ঘোষিত সর্বশেষ ফল অনুযায়ী তৃণমূলের দখলে ১৪৩৮টি। বিজেপির ৪৭২। এছাড়া সিপিএম ১৫ এবং কংগ্রেস ১৪টি গ্রাম পঞ্চায়েত আসনে জিতেছে। নির্দল এবং অন্যেরা ২৬টিতে। ১২৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও পর্যন্ত তৃণমূল ৯৯ এবং বিজেপি ২৪টিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ত্রিশঙ্কু হয়েছে ৫টি। ১২টি পঞ্চায়েত সমিতির ৩৮৩টি আসনের মধ্যেও প্রাথমিক প্রবণতায় এগিয়ে জোড়াফুল।

পুরুলিয়ার পুঞ্চা পঞ্চায়েত সমিতির মোট ২৬টি আসনে তৃণমূলের দখলে ২১, বিজেপি ও সিপিএম ২টি করে আসনএবং নির্দলের দখলে বাকি ১টি আসন।

পঞ্চায়েত নির্বাচনে হাওড়া জেলার ১৫৭ টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৫৪ টা দখল করল তৃণমূল।

রাত ১০টা পর্যন্ত:

পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়ে রাজ্যবাসীকে ধন্যবাদ তৃণমূল সুপ্রিমোর। ‘এই জয় গণদেবতার’, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মাথাভাঙ্গা ২ ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের ছয়টি পেলো বিজেপি, চারটি দখলে রাখলো তৃণমূল

বাঁকুড়া জেলায় ১৯০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৫২টি পেল তৃণমূল। ১০ টি পেল বিজেপি।

দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের ৮১ নং আসনে ৩৭ হাজার ৬২০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী আরাবুল-পুত্র মোঃ হাকিমুল ইসলাম

রাত ৯টা পর্যন্ত:

তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করেছে হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের ১৮৭টি আসনের সবকটি আসনেই । এছাড়াও পঞ্চায়েত সমিতির ৩৩টি আসনে এবং জেলা পরিষদের ৩টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করেছে।

পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা ও গোজিনা এই দুই গ্রাম পঞ্চায়েত জয়লাভ বিজেপির। পরমানন্দপুর, ময়না ১, ময়না ২, তিলখোঁজা, শ্রীকন্ঠা, গোকুলনগর, রামচক, নৈছনপুর ১, নৈছনপুর ২ এই ন’টি আসনে জয়ী তৃণমূল।

সন্ধ্যে ৮টা পর্যন্ত

১৯৬৫ সাল থেকে অপরাজিত, তৃণমূলের টিকিটে এবারেও জয়ী দাসপুরের অশীতিপর গোপাল নন্দী।

সাংসদ মিমি চক্রবর্তীর ছোট মামি, পুনম চক্রবর্তী জয়ী হলেন তৃণমূলের টিকিটে।

পাহাড়ে ফুটল ঘাসফুল, কালিম্পংয়ের একটি গ্রাম সংসদে জয়ী তৃণমূল।

শান্তনু ঠাকুর ও দিলীপ ঘোষ, দুই বিজেপি সাংসদের বুথে জয়ী তৃণমূল।

সন্ধ্যে ৭টা পর্যন্ত

পাহাড়ে গ্রাম পঞ্চায়েতে ‘সাফল্য’ অনীত থাপার দলের, পিছিয়ে বিজেপির মহাজোট।

৪০ হাজার ৪৩৬ ভোটে জয়ী বীরভূম জেলা পরিষদের নানুরের তৃণমূল প্রার্থী কাজল শেখ।

হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের ১৮৭টি আসনের সবকটি আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করেছে।

পঞ্চায়েতের ভোটগণনার দিন রাজ্যের সমস্ত রাজনৈতিক দলকে হানাহানি ভুলে রাজ্যবাসীর কল্যাণের দিকে মনোনিবেশ করার বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

দুপুর ৫ টা পর্যন্ত

  • পূর্ব মেদিনীপুরের ময়নায় বোমা বিস্ফোরণে হাত উড়ল এক বৃদ্ধের।
  • ভাঙড়ের গাজিপুরে অশান্তি। গ্রেপ্তার ৭ আইএসএফ কর্মী।
  • খেজুরিতে গণনাকেন্দ্রের বাইরে বিজেপি কর্মীদের অশান্তি। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ বাহিনীর।
  • কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ঘটনার পর প্রথম নির্বাচন হল শীতলকুচিতে। এগিয়ে শাসকদল।
  • মালদহে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের এলাকায় পরাজিত তৃণমূল।
  • খাদিকুলে জয়ী বিজেপি। উল্লেখ্য, গত ১৬ মে এগরা থানা এলাকার খাদিকুল গ্রামে একটি অবৈধ বাজি কারখানায় বিকট বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ১২ জনের।
  • এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের ১৭০ আসনে জিতেছে। বিজেপি রয়েছে অনেকটা পিছনে। জয় পেয়েছে ৪২টি আসনে। কোচবিহার ১৮৭টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ৪৭টিতে। আর জলপাইগুড়িতে ৭৪টি আসন তৃণমূলের। ২৫টি বিজেপির।
  • উত্তর ২৪ পরগনার বনগাঁয় বোমাবাজিতে জখম হলেন তৃণমূল প্রার্থীর পুত্র। জখম যুবকের বাবা প্রসেনজিৎ ঘোষ। তিনি বনগাঁ পঞ্চায়েত সমিতির প্রার্থী তথা বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সহ-সভাপতি। যুবকের মা উমা ঘোষও তৃণমূলের প্রার্থী এবার।
  • খানাকুলের ১৩ টি গ্রাম পঞ্চায়েতের ১১ টি তৃণমূল, ২ টি জয়ী বিজেপি। ২ নম্বর ব্লকের ৯ টি তে বিজেপি, ২ টি তে তৃণমূল জয়ী।
  • আরামবাগের ১৫ টি আসনই তৃণমূলের দখলে।
  • গোঘাট ২ নম্বর ব্লকের ৯ টিই তৃণমূলের।
  • পুরশুড়া ব্লকের ৮ টি আসনই শাসকদলের দখলে।

দুপুর ৪ টা পর্যন্ত

  • দক্ষিণ দিনাজপুরের তপনে দণ্ডি কাটানো শিউলি মার্ডি জয়ী হলেন তৃণমূলের টিকিটে।
  • ভাঙড়ে তৃণমূলের দলীয় অফিসে ভাঙচুর, অভিযোগের তির আইএসএফ-এর দিকে।
  • জিতেই ব্যারাকপুরের নির্দল প্রার্থী যোগ দিলেন তৃণমূলে
  • সালানপুর ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। বারাবনি ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত শাসকদলের হাতে।
  • পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতই নিজেদের দখলে রাখল তৃণমূল।
  • বাঁকুড়া জেলার ১৯০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৮১টি গ্রাম পঞ্চায়েতে একক সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল।
  • আলিপুরদুয়ারের ফালাকাটা ময়রাডাঙা পঞ্চায়েতের প্রার্থী বিজেপির জেলা সভাপতি তুষার মোদক পরাজিত।

দুপুর ৩টা পর্যন্ত

  • মালদহের রতুয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে মার।
  • ডায়মন্ড হারবারে জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান ৫৪ হাজার ২৭৬ ভোটে জয়ী হলেন।
  • পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকে গ্রাম পঞ্চায়েতের একটি আসনে জয়ী সিপিএম।
  • রানিনগরে এগিয়ে বাম জোট।
  • সিঙ্গুরের সমস্ত পঞ্চায়েতের সব আসনে এগিয়ে তৃণমূল।
  • বাসন্তীতে বিজয় উৎসব বিজেপির। লাঠিচার্জ পুলিশের।
  • ভোট গণনার দিন রাজীব সিনহা দাবি করলেন, আগেই পঞ্চায়েতের প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চেয়েছিলাম। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলে হিংসার ওপর নিয়ন্ত্রণ বেশি থাকে।
  • বাঁকুড়ার শালতোড়ায় বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ।
  • কালনায় সিপিএম প্রার্থী গীতা হাঁসদা গণনা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন

দুপুর ১.৩০টা পর্যন্ত

  • পুরুলিয়ার আড়শা ব্লকে সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের আহাড়রাতে জয়ী দুই কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী। সবে মিলিয়ে এই গ্রাম পঞ্চায়েতে মোট সাতজন কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী জয়লাভ করেছেন।
  • তেহট্টে তৃণমূলের বিজয় উৎসবে কেন্দ্রীয় বাহিনীর লাঠি, পায়ে চোট পেলেন বিধায়ক তাপস সাহা
  • বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল জিতে গেলেন বাঁকুড়ার জেলা পরিষদের নির্বাচনে। বাঁকুড়ার জয়পুর থেকে জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন সুজাতা।
  • কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত বিধায়ক তাপস সাহা। তাঁকে গলায় ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তৃণমূল বিধায়ক নন, তৃণমূল কর্মীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ।
  • পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ভাতার গ্রামপঞ্চায়েতে তৃণমূল সিপিএম হাড্ডাহাড্ডি লড়াই। মোট আসন ২৬ টি। প্রথম রাউন্ডে ১৪ টি গননা হয়েছে। তার মধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী ৮ টি আসনে। সিপিএম জিতেছে ৬ টিতে। পুরুলিয়ায় গ্রাম পঞ্চায়েতের ৭ টি আসন তৃণমূলের দখলে।
  • বাসন্তীতে পুকুরে ফেলা হল ব্যালট পেপার।
  • গণনা কেন্দ্র ছাড়লেন আরাবুল। সেই সময় সংবাদমাধ্যকে তিনি বলেন, ‘হেরেছি। হতেই পারে। পোলেরহাটে আমার বুথে জিতেছি। তবে আমাদের বাকি সাতজন প্রার্থী হেরেছেন।’
  • গণনা কেন্দ্রের সামনে পুলিশের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তড়িঘড়ি তাঁকে ধরে ফেলে তাঁর নিরাপত্তারক্ষীরা। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

দুপুর ১২টা পর্যন্ত

  • ফরাক্কার পাটকেলডাঙ্গা ১৮৩ নম্বর বুথে ১৭৬ ভোটে কংগ্রেসের কাছে পরাজিত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান।
  • বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের গ্রাম পঞ্চায়েত ১৫ টি আসনে, তালডাংরার ৬টি, সিমলাপাল ব্লকের দুটি আসনে জয়ী তৃণমূল।
  • সামশেরগঞ্জের কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর বুথে জয়ী কংগ্রেস প্রার্থী আলম শেখ।
  • কোন্নগরের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১৯ টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ছটি আসনে জয়ী সিপিএম। পাঁচটিতে জয়ী তৃণমূল।
  • দুবরাজপুরে গ্রাম পঞ্চায়েতে জয়ী বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল।
  • বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রাম পঞ্চায়েতে জয়ী বিজেপি। এই গ্রাম পঞ্চায়েতের তিনটি আসনের মধ্যে দু’টিতে জয়ী বিজেপি। একটি আসনে জিতেছে তৃণমূল।
  • মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা হচ্ছে কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে। ভোট গণনা কেন্দ্রের ৫ নম্বর ঘরের ব্যালট বাক্সগুলির তালার চাবি হারিয়ে যাওয়ার অভিযোগ উঠল।

সকাল ১১টা পর্যন্ত

  • পূর্ব বর্ধমানে জেলা পরিষদের একটি আসনে এগিয়ে সিপিএম।
  • নন্দীগ্রামে গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা
  • ফুরফুরায় রাস্তা অবরোধ আইএসএফ-এর।
  • ডায়মন্ড হারবারে গণনাকেন্দ্রের সামনে বোমাবাজি, গ্রেপ্তার পাঁচ জন।
  • নন্দীগ্রামে গণনাকেন্দ্রের সামনে উত্তেজনা।

সকাল ১০টা পর্যন্ত

  • ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে গেলেন রাজ্যপাল।
  • গণনা কেন্দ্রের সামনে জমায়েত হঠাতে সামশেরগঞ্জে লাঠিচার্জ পুলিশ ও বাহিনীর। তুমুল উত্তেজনা এলাকায়।
  • দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে একসঙ্গে রাস্তা অবরোধে অবরোধ বাম-বিজেপি-কংগ্রেস।
  • জাঙ্গিপাড়ায় সিপিএম-এর পার্টি অফিসে ঢুকে পুলিশের লাঠিচার্জ।

সকাল ৯.৩০ পর্যন্ত

  • আরামবাগে গণনা শুরু হতেই তৃণমূলের আবীর খেলা শুরু।
  • গণনার দিন সকালে তৃণমূল প্রার্থী ‘আক্রান্ত’ মুর্শিদাবাদে, অভিযোগের তির সিপিএমের দিকে।
  • উত্তর ২৪ পরগনার গাইঘাটায় গণনাকেন্দ্রের বাইরে হাজার মানুষের জমায়েত। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ পুলিশের।
  • দিল্লি থেকে কলকাতা বিমান বন্দরে পৌঁছেই ‘ময়দানে’ রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিনও জেলায় জেলায় ঘুরবেন তিনি। খতিয়ে দেখবেন পরিস্থিতি।
  • হাওড়ার সাঁকরাইলে গণনা কেন্দ্রের গেট ভাঙল এজেন্টরা।
  • বারাবনির দোমোহনি কেলেজোড়া গার্লস হাইস্কুল গণণা কেন্দ্রের বাইরে উত্তেজনা।গণণা কেন্দ্রে এজেন্টদের ঢোকা নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে বচসা। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
  • হাওড়ার বাগনানে গোলমাল। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ সিপিএমের।
TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #panchayat election results

আরো দেখুন