← রাজ্য বিভাগে ফিরে যান
ভোটের হিংসায় মৃতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পঞ্চায়েত ভোট হিংসায় মৃতদের পরিবারদের পাশে দাঁড়ানোর কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেন, দল নির্বিশেষে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও হোমগার্ডের চাকরি দেওয়ার আশ্বাস দিলেন তিনি।
বুধবার নবান্নের সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সব মৃত্যুই দুঃখজনক। ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। আমি শুধু নিজের দলের কথা বলছি না। তবে এই ১৯ জনের মধ্যে আমাদের দলেরই ১০-১২ জনের মৃত্যু হয়েছে।
এর পাশাপাশি এদিন, সাংবাদিক বৈঠকে মমতা বলেন, এবারের ২১ জুলাইয়ে সেলিব্রেশন নয়, মৃতদের জন্য, শহিদ পরিবারের জন্য বেলা ১২ টায় শহিদ দিবস পালন করা হবে।