খেলা বিভাগে ফিরে যান

কলকাতা লিগে মোহনবাগান এবং মহামেডান ম্যাচে গোলের বন্যা, ড্র করল ডায়মন্ড হারবার

July 12, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা লিগে মোহনবাগান এবং মহামেডান ম্যাচে গোলের বন্যা দেখা গেল। গ্রুপের দ্বিতীয় ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে ৫-১ গোলে হারাল সবুজ-মেরুন। অন্যদিকে কলকাতা ফুটবল ক্লাবকে (সিসিএফসি) ৭-০ গোলে উড়িয়ে দিলে মহামেডান স্পোর্টিং। এদিন বিপক্ষ দলকে নিয়ে কার্যত ছেলেখেলা করল মহামেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা।

পাশাপাশি এদিন কলকাতা লিগে মুখোমুখি হয় পিয়ারলেস এবং কালীঘাট মিলন সংঘ। সেই ম্যাচ অবশ্য ১-১ ড্র হয়। অন্যদিকে সার্দান সমিতি নামে ডালহৌসির বিরুদ্ধে। সেই ম্যাচও ১-১ ড্র হয়। পাশাপাশি ডায়মন্ড হারবার এফসি মুখোমুখি হয় আর্মি রেডের। সেই ম্যাচও ১-১ ড্র হয়েছে ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Calcutta Football League, #Mohun Bagan, #Mohammedan SC, #Diamond Harbour FC

আরো দেখুন