দেশ বিভাগে ফিরে যান

এবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে BJP-র বিরুদ্ধে সরব খোদ শরিক দল NPP

July 12, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইউনিয়ন সিভিল কোডকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে বিরোধিতার মুখে পড়েছে মোদী সরকার। এবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হল উত্তর-পূর্বাঞ্চলের জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির অরুণাচল প্রদেশ ইউনিট। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিরোধিতা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে তারা। এনপিপির রাজ্য সম্পাদক জানিয়েছেন দলের এগজিকিউটিভ রাজ্য কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ন্যাশনাল পিপলস পার্টির অরুণাচল ইউনিট মনে করছে অভিন্ন দেওয়ানি বিধি দেশের মূল ভাবধারার পরিপন্থী। প্রসঙ্গত, জাতিগত বৈচিত্রের কারণে অরুণাচলে নিজস্ব আইন-কানুন ও প্রথা রয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা এনপিপির সর্বভারতীয় সভাপতি কনরাড সাংমা আগেই জানিয়েছে, উত্তর-পূর্বে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার জন্য মোদী সরকার জোর করলে তাঁদের দল বিরোধিতা করবে। মেঘালয়ের পাশাপাশি মণিপুরেও এনপিপি ডবল ইঞ্জিন সরকারের জোটের শরিক। অন্যদিকে, নাগাল্যান্ডের ডবল ইঞ্জিন সরকারের জোট শরিক এনডিপিপি’ও জানিয়েছে, তারাও অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে। বস্তুত, অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন করত গিয়ে শরিকদের নিয়ে ঝামেলায় পড়েছে বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#NPP, #Uniform Civil Code, #bjp

আরো দেখুন