রাজ্য বিভাগে ফিরে যান

LIVE পাহাড় থেকে সমতল, পঞ্চায়েতে গ্রাম বাংলায় সবুজ ঝড়

July 12, 2023 | 4 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে সদ্য সমাপ্ত হয়েছে বঙ্গের পঞ্চায়েত নির্বাচন। এর মধ্যে গতকাল সোমবার ১৯টি জেলার মোট ৬৯৬টি বুথে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর প্রহরায় পঞ্চায়েতের পুনর্নির্বাচন শেষ হয়েছিল। রাজ্যের ৩,৩১৭ টি গ্রাম পঞ্চায়েত, ৩৪১টি পঞ্চায়েত সমিতি, ২০টি জেলা পরিষদে প্রার্থীদের ব্যালট বক্সে কার ভাগ্যে কী আছে, তা ঠিক করে দিয়েছেন বাংলার জনতা-জনার্দন। গ্রাম বাংলা দখলের লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? তার উত্তর মিলবে আর কয়েক ঘণ্টা পরেই।

গোটা বাংলার নজর এখন বাংলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের দিকে। এই নির্বাচনে বিরোধীরা কতটা খাতা খুলতে পারবে, তার আভাস আর কিছুক্ষণ পরেই পেয়ে যাবে বাংলার মানুষ।

রাজ্যের সব ফলাফল

  • জেলা পরিষদ (মোট আসন: ৯২৮) – তৃণমূল: ৭৪০ বিজেপি:২৮ সিপিএম:৩ কংগ্রেস: ১১ অন্যান্য: ৩
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ৯,৭৩০)- তৃণমূল:৭,১২৮, বিজেপি: ১,০০২ সিপিএম:১৭৫ কংগ্রেস: ২৫৮ অন্যান্য: ১৭০
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ৬৩,২২৯)- তৃণমূল:৪২,৪৬৭ বিজেপি+: ৯,৭৩৮ সিপিএম: ২,৯৭৫ কংগ্রেস:২,৫৪৪ অন্যান্য: ২,৫৩৮ টাই: ৩৩৩

জেলা অনুযায়ী ফলাফল- লাইভ আপডেট

কোচবিহার

  • জেলা পরিষদ (মোট আসন: ৩৪) – তৃণমূল ৩২, বিজেপি-২, সিপিএম-০, কংগ্রেস -০, অন্যান্য-০
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ৩৮৩)– (গণনা চলছে) তৃণমূল-৩০১, বিজেপি-৮১, বাম-০, কংগ্রেস-০, অন্যান্য-১
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ২,৫০৭)- (গণনা চলছে) তৃণমূল-১৮৩৪, বিজেপি-৬১৫, সিপিএম-১১, কংগ্রেস -১২, অন্যান্য-৩৪, টাই- ০

আলিপুরদুয়ার

  • জেলা পরিষদ (মোট আসন: ১৮)– তৃণমূল ১৮, বিজেপি-০, সিপিএম-০, কংগ্রেস -০, অন্যান্য-০
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ১৮৯)– (গণনা চলছে) তৃণমূল-১৩৫, বিজেপি-৪৭, বাম-১, কংগ্রেস -০, অন্যান্য-১
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ১,২৫২)– (গণনা চলছে) তৃণমূল-৭৬৭, বিজেপি-৩৪৫, সিপিএম-২৮, কংগ্রেস -১৫, অন্যান্য-২৪, টাই- ৩৭

জলপাইগুড়ি

  • জেলা পরিষদ (মোট আসন: ২৪) – তৃণমূল ১৫, বিজেপি-০, সিপিএম-০, কংগ্রেস -০, অন্যান্য-০
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ২৩৮)– (গণনা চলছে) তৃণমূল-১৩৪, বিজেপি-২৮, বাম- ২, কংগ্রেস – অন্যান্য-২
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ১,৭০১)– (গণনা চলছে) তৃণমূল-৯৫৮, বিজেপি-৪৪০, সিপিএম-৬২, কংগ্রেস –১০, অন্যান্য-৩৫, টাই-

উত্তর দিনাজপুর

  • জেলা পরিষদ (মোট আসন: ২৬) – তৃণমূল ৮, বিজেপি-০, সিপিএম-০, কংগ্রেস -০, অন্যান্য-০
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ২৯৩)– (গণনা চলছে) তৃণমূল-১৬৬, বিজেপি-৪০, বাম-৩, কংগ্রেস – অন্যান্য-২১
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ২,২২০)– (গণনা চলছে) তৃণমূল-১২১৪, বিজেপি-৩৬০, সিপিএম-৭৬, কংগ্রেস-১৭৬, অন্যান্য-১৬১, টাই -১৭

দক্ষিণ দিনাজপুর

  • জেলা পরিষদ (মোট আসন: ২১)– তৃণমূল ২১, বিজেপি-০, সিপিএম-০, কংগ্রেস -০, অন্যান্য-০
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ১৮৯)– (গণনা চলছে) তৃণমূল-১৬৪, বিজেপি-২৪, বাম-১, কংগ্রেস – অন্যান্য-
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ১,৩০৮)– (গণনা চলছে) তৃণমূল-৮৭১, বিজেপি-৩৩৫, সিপিএম-৪২, কংগ্রেস -১৩, অন্যান্য-২৩, টাই – ১

মালদহ

  • জেলা পরিষদ (মোট আসন: ৪৩) – তৃণমূল ৩৩, বিজেপি-৪, সিপিএম-০, কংগ্রেস -৬, অন্যান্য-০
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ৪৩৬)– (গণনা চলছে) তৃণমূল-২৪৩, বিজেপি-৭৯, বাম-১৮, কংগ্রেস –৯১, অন্যান্য-৫
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ৬৩,২২৯)– (গণনা চলছে) তৃণমূল– ১৫৩১, বিজেপি-৫৯৬, সিপিএম-২১১, কংগ্রেস -৬৯১, অন্যান্য-১৫৬, টাই –

মুর্শিদাবাদ

  • জেলা পরিষদ (মোট আসন: ৭৮)– তৃণমূল ৫০, বিজেপি-০, সিপিএম-২, কংগ্রেস -৪, অন্যান্য-০
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ৭৪৮)- (গণনা চলছে) তৃণমূল-৪৪৭, বিজেপি- ৪৮, বাম-৫১ কংগ্রেস –১৩১, অন্যান্য-৮
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ৫,৫৯৩)– (গণনা চলছে) তৃণমূল-২৮৪৯ বিজেপি-৫০২ সিপিএম-৫০৬, কংগ্রেস -১০৬১, অন্যান্য-২৩৭, টাই – ২৬

নদীয়া

  • জেলা পরিষদ –(মোট আসন: ৫২) – তৃণমূল ৩২, বিজেপি-৩, সিপিএম-১, কংগ্রেস -০, অন্যান্য-০
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ৫৪৯)– (গণনা চলছে) তৃণমূল-৩৪০, বিজেপি- ১৩৫, বাম-২৮, কংগ্রেস – ৭, অন্যান্য-১
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ৪,০১১)– (গণনা চলছে) তৃণমূল-১,৯৭৭, বিজেপি-১,১৭৭, সিপিএম-৩৮০, কংগ্রেস-১১৫, অন্যান্য-১০১, টাই –২১

উত্তর ২৪ পরগনা

  • জেলা পরিষদ (মোট আসন: ৬৬) – তৃণমূল ৮, বিজেপি-০, সিপিএম-০, কংগ্রেস -০, অন্যান্য-১
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ৫৯৩)– (গণনা চলছে) তৃণমূল-৪১৮, বিজেপি-২৪, বাম-, কংগ্রেস –, অন্যান্য-
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ৪,৫৩৫)– (গণনা চলছে) তৃণমূল-৩,৪৯১, বিজেপি-৩৮০, সিপিএম-১৬৭, কংগ্রেস-৬৭, – অন্যান্য-১৯৬, টাই – ৩৬

দক্ষিণ ২৪ পরগনা

  • জেলা পরিষদ (মোট আসন: ৮৫) – তৃণমূল ৮৪, বিজেপি-০, সিপিএম-০, কংগ্রেস -০, অন্যান্য-১
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ৯২৬)– (গণনা চলছে) তৃণমূল-৮৬৬, বিজেপি-২৭ বাম-১২, কংগ্রেস -২, অন্যান্য- ১৯
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ৬,৩৮৩)– (গণনা চলছে) তৃণমূল-৫,২৯৮, বিজেপি-৪৭৭, সিপিএম-২২৮, কংগ্রেস –৫৪, অন্যান্য-৩২৪, টাই – ০

হুগলি

  • জেলা পরিষদ (মোট আসন: ৫৩)– তৃণমূল ৫১, বিজেপি-২, সিপিএম-০, কংগ্রেস -০, অন্যান্য-০
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ৬১৯)– (গণনা চলছে) তৃণমূল-৫৬৪, বিজেপি-৪৪, বাম-১১, কংগ্রেস – অন্যান্য-
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ৩,৮৮০)- (গণনা চলছে) তৃণমূল-৩,০২৫, বিজেপি-৫১২, সিপিএম-২১০, কংগ্রেস –১৭, অন্যান্য-৯৬, টাই – ১৮

হাওড়া

  • জেলা পরিষদ (মোট আসন: ৪২)- তৃণমূল ৩৫, বিজেপি-০, সিপিএম-০, কংগ্রেস -০, অন্যান্য-০
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ৪৭০)– (গণনা চলছে) তৃণমূল-৩৬৮, বিজেপি-২, বাম-কংগ্রেস -১, অন্যান্য-২
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ৩,১০২)– (গণনা চলছে) তৃণমূল-২,৬৬২, বিজেপি১৯৯, সিপিএম-৮৯,-কংগ্রেস-৩৫, অন্যান্য-৭৪, টাই – ২৫

পূর্ব মেদিনীপুর

  • জেলা পরিষদ (মোট আসন: ৭০) -তৃণমূল ৫৬, বিজেপি-১৪, সিপিএম-০, কংগ্রেস -০, অন্যান্য-০
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ৬৬৫)– (গণনা চলছে) তৃণমূল-৪৫৭, বিজেপি-১০, বাম-১০, কংগ্রেস – অন্যান্য-
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ৪,২৯০)– (গণনা চলছে) তৃণমূল-২,২৩৮, বিজেপি-১,৫৬৬, সিপিএম-১১১, কংগ্রেস-২০, অন্যান্য-১৬৩, টাই –

পশ্চিম মেদিনীপুর

  • জেলা পরিষদ (মোট আসন: ৬০) – তৃণমূল ৩, বিজেপি-, সিপিএম-০, কংগ্রেস -০, অন্যান্য-০
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ৬৩১)– (গণনা চলছে) তৃণমূল-৫৯৪, বিজেপি-৩২, বাম-৩ কংগ্রেস – অন্যান্য-২
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ৩,৮৮১)– (গণনা চলছে) তৃণমূল-২,৪৪৩, বিজেপি-৫৪৭, সিপিএম-৮৫, কংগ্রেস -৫, অন্যান্য-৮৬, টাই – ০

ঝাড়গ্রাম

  • জেলা পরিষদ (মোট আসন: ১৯) – তৃণমূল ১, বিজেপি-১, সিপিএম-০, কংগ্রেস -০, অন্যান্য-০
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ২১০)– (গণনা চলছে) তৃণমূল-১৮৫, বিজেপি-৭, বাম-১, কংগ্রেস – অন্যান্য-১০
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ১,০০৭)– (গণনা চলছে) তৃণমূল-৬৯২, বিজেপি-১২৩, সিপিএম-২৭,কংগ্রেস -০, অন্যান্য-১৩৮, টাই – ০

পুরুলিয়া

  • জেলা পরিষদ (মোট আসন: ৪৫) – তৃণমূল ৪২, বিজেপি-২, সিপিএম-০, কংগ্রেস -০, অন্যান্য-১
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ৪৯৬)– (গণনা চলছে) তৃণমূল৩৯৯, বিজেপি-৫৪, বাম-৮, কংগ্রেস -১৬, অন্যান্য-১৭
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ২,৪৭৬)– (গণনা চলছে) তৃণমূল-১,৪৯৬, বিজেপি-৪৩৩, সিপিএম-১২৩, কংগ্রেস -১১২, অন্যান্য- ২৫৯, টাই – ১৪

বাঁকুড়া

  • জেলা পরিষদ (মোট আসন: ৫৬)– তৃণমূল ৪০, বিজেপি-১, সিপিএম-০, কংগ্রেস -০, অন্যান্য-০
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ৫৬১)– (গণনা চলছে) তৃণমূল-৩৪৬, বিজেপি-৫৪, বাম-৬, কংগ্রেস – অন্যান্য- ৩
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ৩,১২৯)– (গণনা চলছে) তৃণমূল-২,২২৭, বিজেপি-৫২৪, সিপিএম-১৬৪, কংগ্রেস -৬, অন্যান্য-৭৮, টাই – ৩৫

পূর্ব বর্ধমান

  • জেলা পরিষদ (মোট আসন: ৬৬) – তৃণমূল ৪৮, বিজেপি-০, সিপিএম-০, কংগ্রেস -০, অন্যান্য-০
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ৬৪০)– (গণনা চলছে) তৃণমূল-৪১৬, বিজেপি- , বাম-১৩ কংগ্রেস – ০ অন্যান্য-০
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ৪,০১০)– (গণনা চলছে) তৃণমূল-৩,৩১৬, বিজেপি-১৯৮, সিপিএম-২৫৩, কংগ্রেস-১৪, অন্যান্য-৩৩, টাই – ১৯

পশ্চিম বর্ধমান

  • জেলা পরিষদ (মোট আসন: ১৮) – তৃণমূল ১৮, বিজেপি-০, সিপিএম-০, কংগ্রেস -০, অন্যান্য-০
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ১৭২)– (গণনা চলছে) তৃণমূল-১৬৫, বিজেপি-৩, বাম-৩, কংগ্রেস – অন্যান্য-
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ১,০২০)– (গণনা চলছে) তৃণমূল-৯৪১, বিজেপি-২৫, সিপিএম-৫০, কংগ্রেস -০, অন্যান্য-৪, টাই – ১১

বীরভূম

  • জেলা পরিষদ (মোট আসন: ৫২) – তৃণমূল ৪২, বিজেপি-০, সিপিএম-০, কংগ্রেস -০, অন্যান্য-০
  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ৪৯০)– (গণনা চলছে) তৃণমূল-৩১১, বিজেপি- ২৭, সিপিএম-১১, কংগ্রেস-৭, – অন্যান্য-০
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ২,৮৫৯)- (গণনা চলছে) তৃণমূল-২,১১৪, বিজেপি-২৯৫, সিপিএম-১৫৩, কংগ্রেস –১২১, অন্যান্য-৪৬

দার্জিলিং

  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ১৫৬) – (গণনা চলছে) তৃণমূল- ৯৬, বিজেপি-১৯ সিপিএম-০-কংগ্রেস – অন্যান্য-৪১
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ৫৯৮)– (গণনা চলছে) তৃণমূল-৩৫৪, বিজেপি-৬০, বাম-কংগ্রেস -০, অন্যান্য-১৮৪

কালিম্পং

  • পঞ্চায়েত সমিতি (মোট আসন: ৭৬)– (গণনা চলছে) তৃণমূল-৩৯, বিজেপি-৭, বাম-কংগ্রেস – অন্যান্য-
  • গ্রাম পঞ্চায়েত (মোট আসন: ২৮১)– (গণনা চলছে) তৃণমূল-১৬৯, বিজেপি-২৯, বাম-কংগ্রেস – অন্যান্য-৮২
TwitterFacebookWhatsAppEmailShare

#panchayat election results, #West Bengal, #West Bengal Panchayat Election 2023

আরো দেখুন