দেশ বিভাগে ফিরে যান

তিন মাসে সর্বোচ্চ খুচরো বাজারের মুদ্রাস্ফীতি হার

July 13, 2023 | < 1 min read

তিন মাসে সর্বোচ্চ খুচরো বাজারের মুদ্রাস্ফীতি হার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জুন মাসে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পেয়ে ৪.৮১ শতাংশে গিয়ে পৌঁছলো। খুচরো বাজারের এই মুদ্রাস্ফীতির হার গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। বুধবার মোদী সরকারের প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য মিলেছে। মে মাসে উপভোক্তা মূল্য সূচকে অর্থাৎ CPI-তে মুদ্রাস্ফীতির হার ছিল ৪.৩১ শতাংশ। অর্থাৎ এক মাসে ০.৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বলা হচ্ছে, খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে মুদ্রাস্ফীতি হারে।

জুনে পৃথকভাবে খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতি বেড়ে ৪.৪৯ শতাংশ হয়েছে। মোদী সরকার দাবি করছে, মে-তে দেশের শিল্পোৎপাদন হার ৫.২ শতাংশ বেড়েছে। কিন্তু তা বিগত বছরের বৃদ্ধি হারের ধারে-কাছেও পৌঁছতে পারেনি। গত বছর মে মাসে শিল্পোৎপাদন বৃদ্ধির হার ছিল ১৯.৭ শতাংশ। তার এক চতুর্থাংশ হয়েছে এবারের বৃদ্ধি হার।

TwitterFacebookWhatsAppEmailShare

#markets, #Inflation rate, #India, #prices, #inflation

আরো দেখুন