রাজ্য বিভাগে ফিরে যান

গৃহীত আবেদন, কিসের জন্য GI তকমা পেতে চলেছে বেলপাহাড়ী? জেনে নিন

July 15, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির পাথুরে কারুকাজ আজ বিশ্বে সমাদৃত। এই সামগ্রীর জন্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই তকমা পেতে রাজ্য থেকে আবেদন করেছিল আগেই। সিমুলপাল স্টোন কার্ভিং ক্লাস্টার আরইএইচ ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটির এই আবেদন চলতি মাসে কেন্দ্রীয় জিআই রেজিস্ট্রিতে গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। সেই আবেদন জমা পড়ে সেখানকার হস্তশিল্প বিভাগে।

এখন দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও দারুণ চাহিদা বেলপাহাড়িতে বেলেপাথর কেটে বাসনপত্র সহ নানা ধরনের যে শো-পিসের। সেই কারুকার্যের সত্ত্বই এবার পেতে চাইছে ঝাড়গ্রামের বেলপাহাড়ী।

TwitterFacebookWhatsAppEmailShare

#belpahari forest, #GI TAGS, #JHARGRAM

আরো দেখুন