এবার ‘মোহনবাগান রত্ন’ ইন্ডিয়ান বেকেনবাওয়ার গৌতম সরকার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৩ সালের ‘মোহনবাগান রত্ন’ সম্মান পাচ্ছেন কিংবদন্তি ফুটবলার গৌতম সরকার। ২৯ জুলাই মহরম পড়ে যাওয়ায় এবছর দু’দিন পালিত হবে মোহনবাগান দিবস। প্রথমদিন, অর্থাৎ ২৯ জুলাই দুপুরে প্রাক্তনদের মধ্যে প্রদর্শনী ম্যাচ আয়োজিত হবে। তারপর সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী ‘ষোলো আনা বাবলু’ বইটির উদ্বোধন হবে। পরেরদিন, ৩০ জুলাই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার প্রদান পর্ব।
০২৩-এর জীবনকৃতি পুরস্কার দেওয়া হবে শঙ্কর ব্যানার্জিকে। বর্ষসেরা ফুটবলার হচ্ছেন বিশাল কাইত। সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হবে অর্ণব নন্দীকে। সেরা ক্রীড়া উদ্যোক্তার পুরস্কার দেওয়া হবে নবাব ভট্টাচার্যকে। সেরা ক্রীড়া সাংবাদিকের অ্যাওয়ার্ড পাবেন জয়ন্ত চক্রবর্তী। সেরা ফরোয়ার্ড তথা সুভাষ ভৌমিক পুরস্কার দেওয়া হবে দিমিত্রি পেত্রাতোসকে। সেরা অ্যাথলিট মোহর মুখার্জি। সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পাবেন এংসন সিং।
এবার থেকে দুটো নতুন পুরস্কার চালু হতে চলেছে। বর্ষসেরা হকি প্লেয়ারের অ্যাওয়ার্ড দেওয়া হবে নীতেশ নিউপানেকে। বর্ষসেরা সমর্থককেও সম্মানিত করা হবে। প্রথম বছর সেই পুরস্কার পাবেন শান্তি চক্রবর্তী (দিদা) এবং কমলেশ উপাধ্যায়।