দেশ বিভাগে ফিরে যান

মোদীর নির্বাচনী বন্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা

July 15, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নির্বাচনী স্বচ্ছতা নিয়ে সওয়ালকারী অসরকারি সংগঠন এডিআর (অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস)-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭-১৮ থেকে ২০২১-২২, এই পাঁচ বছরে বিজেপি নির্বাচনী বন্ড বাবদ প্রায় ৫,২৭২ কোটি টাকা অনুদান পেয়েছে। বাকি সমস্ত দল মিলে পেয়েছে ১,৭৮৩ কোটি টাকা। অর্থাৎ বাকি সব দল নির্বাচনী বন্ড থেকে যত টাকা পেয়েছে। বিজেপি পেয়েছে তার তিন গুণ। বিজেপি এই পাঁচ বছরে মোট যে পরিমাণ রাজনৈতিক অনুদান পেয়েছে, তার ৫২ শতাংশই এসেছে নির্বাচনী বন্ড থেকে।

বিজেপি’র নির্বাচনী বন্ড নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। দলের মুখপাত্র পবন খেরার প্রশ্ন, ‘পরিচয় গোপন রাখা এই আর্থিক অনুদানের টাকাতেই কি সাংসদ-বিধায়ক কিনছেন মোদী-অমিত শাহ? এই অনুদানের বিস্তারিত স্পষ্ট করতে হবে।’ পবন খেরা বলেন, “কোনও প্রশ্ন, উত্তর ছাড়াই কেন্দ্রের শাসক দল বিজেপির কোষাগারে ৫,২০০ কোটি টাকা ঢুকে গেল। দেশের কেউ জানতেই পারলেন না, এর বিনিময়ে কে কী পেল? কাদের থেকে বিজেপি এত টাকা পেল? তার বিনিময়েই বা বিজেপি কাকে কী দিল?”

TwitterFacebookWhatsAppEmailShare

#opposition, #bjp, #modi govt, #electoral bonds

আরো দেখুন