দেশ বিভাগে ফিরে যান

বন্দে ভারতের উদ্বোধন অনুষ্ঠান আয়োজনে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার খরচ দেড় কোটি?

July 15, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দল তথা বিজেপি সরকারের প্রচারের জন্যে সাধারণ মানুষের করের টাকা জলের মতো খরচ করছে মোদী সরকার, এমনই বিস্ফোরক তথ্য উঠে এল এক আরটিআই-তে। জায়গায় জায়গায় নানান রুটে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করছেন মোদী। বেশ জাঁকজমকপূর্ন উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় সর্বত্রই। খরচও হয় বিস্তর।

এই খরচ প্রসঙ্গে জানতেই তথ্য অধিকার আইনে সওয়াল করেছিলেন বিজয় থোট্টাথিল। তার উত্তরে জানানো হয়েছে, চলতি বছরের ২৫ এপ্রিল তিরুবান্তপুরমে বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব সামলে ছিল, মৈত্রী অ্যাডভ্যাটাইজিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। খরচ বাবদ ওই সংস্থাকে ১ কোটি ৪৮ লক্ষ টাকা মিটিয়েছে সরকার। এখানেই প্রশ্ন উঠছে আম জনতার টাকা কেন এভাবে প্রচারের জন্যে খরচ করা হচ্ছে? একটি বন্দে ভারতের উদ্বোধনেই যদি দেড় কোটি টাকা খরচ হয়, তাহলে দেশজুড়ে এতগুলো ট্রেনের উদ্বোধানে না জানি কত খরচ হয়েছে সব মিলিয়ে, এমনই প্রশ্ন তুলছেন ওই আরটিআই কর্মী।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #modi govt, #Vande Bharat Express

আরো দেখুন