কেন গবেষণার টাকা পাঠাচ্ছে না মোদী সরকার? কী অভিযোগ বিরোধীদের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল বিরোধীরা। চলতি অর্থবর্ষে দেশের শীর্ষ বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানগুলিকে গবেষণার কাজে বরাদ্দ টাকা আজও পাঠায়নি মোদী সরকার, এমনই অভিযোগ সামনে আসছে বিভিন্ন সংবাদপত্রের পাতায়। প্রায় তিন মাস ধরে নানান গবেষণার কাজে যুক্ত প্রজেক্ট স্টাফরা এক টাকাও পাননি। গবেষণার কাজ সচল রাখতে, নিজেদের পকেটের টাকা ব্যয় করছেন বিজ্ঞানীরা। সংবাদমাধ্যমের রিপোর্টকে হাতিয়ার করেই তোপ দাগছেন বিরোধীরা, অভিযোগ তুলছেন বৈজ্ঞানিক গবেষণাকে কেন লাটে তুলে দিতে মরিয়া মোদী সরকার। ২০২৩ সালের বাজেটে বৈজ্ঞানিক গবেষণা খাতে ৬.৮৭ শতাংশ বরাদ্দ কমানো হয়েছে বলে দাবি বিরোধীদের।
উল্লেখ্য, চলতি অর্থবর্ষে বিজ্ঞান প্রতিষ্ঠানগুলিতে গবেষণার কাজে মোদী সরকারের বরাদ্দ টাকা এপ্রিলেই চলে আসার কথা ছিল। তিন মাস কেটে গেলেও টাকা আসেনি। শুধু বিরোধীরা নন, প্রবীণ বিজ্ঞানী এস সি লাখোটিয়াও অভিযোগ করেছেন। প্রজেক্ট স্টাফদের তিনি নিজের পকেট থেকে টাকা দিচ্ছেন।