← রাজ্য বিভাগে ফিরে যান
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের, রইল UPDATE
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে আবারও বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। রাজ্যে বর্ষা ঢুকে গেলেও তেমন প্রভাব দক্ষিণবঙ্গে ফেলেনি, উল্টে বেড়েছিল ভ্যাপসা গরম।
গতকাল বিকেল থেকে কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। সকাল থেকেই মেঘলা করে আছে আকাশ।
উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর জানাল আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে।