দেশ বিভাগে ফিরে যান

কেমন অবস্থা চন্দ্রযান ৩-র? কোথায় পৌঁছল সেটি?

July 16, 2023 | < 1 min read

ছবি সৌজন্যে: ISRO

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে চন্দ্রযান-৩, প্রায় দুদিন সময় কেটে গিয়েছে। এখন কোথায় রয়েছে চন্দ্রযান ৩? কোথায় পৌঁছল সেটি? সাধারণ মানুষের মনে চন্দ্রযান ৩-কে নিয়ে কৌতুহলের শেষ নেই। চন্দ্রযান ৩-কে নিয়ে ইতিমধ্যেই আপডেট দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

ইসরো জানিয়েছে, চন্দ্রযান ৩-র স্বাস্থ্য এখনও ভাল রয়েছে। আর্থবাউন্ড ফায়ারিং ১ সফলভাবে হয়েছে। চন্দ্রযানটি ৪১৭৬২x১৭৩ কিমি কক্ষপথে অবস্থান করছে। ইসরোর বক্তব্য, ধীরে ধীরে সফল হওয়ার পথে এগোচ্ছে চন্দ্রযান ৩। উল্লেখ্য, ১৪ জুলাই শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে চন্দ্রযান ৩ উৎক্ষেপণ করা হয়। আমেরিকা, চীন এবং রাশিয়া, এখনও পর্যন্ত কেবল তিনটি দেশ চন্দ্রপৃষ্ঠে পৌঁছতে পেরেছে। এই চন্দ্রাভিযান সফল হলে ইতিহাস লিখবে ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Moon, #Chandrayaan-3, #ISRO

আরো দেখুন