কলকাতা বিভাগে ফিরে যান

কেমন হবে কলকাতা প্রিমিয়ার ভিডিশন লিগের নয়া ট্রফির লুক?

July 16, 2023 | < 1 min read

কলকাতা প্রিমিয়ার ভিডিশন লিগের নয়া ট্রফির লুক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেমন হবে কলকাতা লিগের নয়া ট্রফির লুক? কলকাতার প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলির লড়াইয়ে জয়ীদের হাতে তুলে দেওয়া হবে নয়া ট্রফি। আইএফএ সচিব অনির্বান দত্ত নয়া ট্রফির খবর জানিয়েছেন। এ যাবৎ লিগ জয়ীদের ধারাবাহিকভাবে কোনও ট্রফি দেওয়া হত না। ইংলিশ প্রিমিয়ার লিগের আদলে এবার সেই রীতিতে বদল আসছে।

আইএফএ সচিব জানিয়েছেন নয়া ট্রফি রুপো দিয়ে তৈরি হবে। ট্রফির ওজন হবে ৭ কেজি। উল্লেখ্য, দু-বছর আগে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় কলকাতা প্রিমিয়র লিগে ট্রফি চালু করেছিলেন। তবে এবার ট্রফিকে নয়াভাবে উপস্থাপিত করার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৮৯৮ সালে কলকাতা লিগের পথ চলা শুরু হয়েছিল। কিন্তু প্রতিযোগিতায় জয়ী দল কোনও ট্রফি পেত না। সেই প্রথা এবার ভাঙছে। ১৮ ইঞ্চির ট্রফিটি নির্দিষ্ট সময়ে আইএফএ-কে ফেরত দিতে হবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#New look, #Trophy, #Kolkata premiere division league

আরো দেখুন