২০২০ সাল কী পরিবর্তন আনল বিশ্ববাসীর জীবনে? বিস্ফোরক তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২০ সালে করোনার গ্রাসে চলে গিয়েছিল গোটা বিশ্ব। কিন্তু অতিমারির সঙ্গে সঙ্গে দারিদ্র্য গ্রাস করেছে বহু মানুষকে। সম্প্রতি রাষ্ট্রসংঘের রিপোর্টে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। ২০২০ সাল গোটা বিশ্বের ১৬.৫ কোটি মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের রিপোর্টে বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলির বিপুল পরিমাণ ঋণের বোঝা না কমলে, আরও বেশি সংখ্যক মানুষ দারিদ্রসীমার নীচে চলে যাবেন।
কিন্তু কেন এমনটা হল? রিপোর্টে দাবি করা হচ্ছে, ওই বিপুল সংখ্যক মানুষের উপর সরাসরি অতিমারির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়েছে, তারা কাজ হারিয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবেও কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের ৩০০.৩ কোটি মানুষ এমন দেশে বসবাস করেন, যেখানে তাদের সরকার স্বাস্থ্য বা শিক্ষার তুলনায় ঋণ পরিশোধে বেশি অর্থ ব্যয় করে। ঋণপরিশোধ প্রক্রিয়া এ’ভাবে চলতে থাকলে, তৃতীয় বিশ্বের দেশে অর্থনীতি ভেঙে পড়বে, এমনটাই মনে করেন রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞরা।
ইউএনডিপির রিপোর্টে আরও এক মারাত্মক তথ্য সামনে এসেছে। বিশ্বের অন্তত ৭.৫ কোটি মানুষ (ভারতীয় মুদ্রায়) ১৭৭ টাকায় দিন অতিবাহিত করেন। রাষ্ট্রসংঘ তাদের ‘অতি দরিদ্রে’র তালিকা ভুক্ত করেছে। আরও প্রায় ৯ কোটি মানুষ দারিদ্রসীমার নীচে বসবাস করছেন।