খেলা বিভাগে ফিরে যান

পুলিশকে চার গোল দিয়ে লিগে প্রথম জয় লাল হলুদের, খেতে হল দু’গোল

July 17, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথম ম্যাচে রেনবোর কাছে আটকে যাওয়ার পর কলকাতা লিগে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। সোমবার নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ৪-২ গোলে হারাল তারা। ইস্টবেঙ্গলের পক্কে গোল করলেন বুনন্দ সিং, সার্থক গোলুই, দীপ সাহা এবং অভিষেক কুনজাম। একটি গোল আত্মঘাতী।

তবে আজকের জয় এসেছে একটি বিতর্কিত পেনাল্টির মাধ্যমে যা পুলিশের বিপক্ষে গেছে। ম্যাচ শেষে রেফারি শুভজিৎ প্রামাণিকের ভুল সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগড়ে দেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোচ অশোক চক্রবর্তী।

ইস্টবেঙ্গল বিরতিতে ২-১ গোলে এগিয়ে ছিল। পুলিশের হয়ে গোল করেন সুব্রত বিশ্বাস। দ্বিতীয়ার্ধের শুরুতেই ২-২ করে পুলিশ। ম্যাচের ৪৭ মিনিটে ফিরতি বল গোলে ঠেলেন রাজিব দত্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Football, #CFL, #police, #East Bengal

আরো দেখুন