দেশ বিভাগে ফিরে যান

আজ ও কাল বেঙ্গালুরুতে মহাজোট বৈঠক, আসন রফা কি চূড়ান্ত হবে?

July 17, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২৩ জুন পাটনার পর আজ, বেঙ্গালুরুতে বসেছে বিরোধী মহাজোটের দ্বিতীয় বৈঠক। চব্বিশের মহারণের নীল নকশা চূড়ান্ত করাই বিরোধীদের প্রধান লক্ষ্য। একের বিরুদ্ধে এক, এই মন্ত্রেই আসন রফায় নামবে বিরোধীরা? দলভিত্তিক আসন কি চূড়ান্ত হবে? ভারতবাসী এই উত্তরগুলোর দিকে তাকিয়ে। আজ ও কাল বেঙ্গালুরুর দিকে তাকিয়ে দেশবাসী।

আসন রফা তথা সমঝোতা, চূড়ান্ত হলেই জোটের ভিত মজবুত হবে। অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তাঁরা বৈঠকে উপস্থিত থাকবেন। ২৪টি বিরোধী দলকে নিয়ে অনুষ্ঠিত হতে চলা মহাবৈঠকের আগে বিরোধীদের বার্তা, জোট অটুট, ইউনাইটেড উই স্ট্যান্ড। বেঙ্গালুরু শহর ফ্লেক্স-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানিয়েও রয়েছে ফ্লেক্স। তৃণমূল নেত্রীর ছবির নীচে মহাজোটের সার কথা লেখা রয়েছে।

কংগ্রেস হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটে রাখতে মরিয়া, কোনও মতেই তৃণমূলকে জোট বিমুখ হতে দিতে চাইছে না তাঁরা। অধীর চৌধুরী বাংলায় তৃণমূল বিরোধী প্রচার চালালেও, সোনিয়া তার সমাপ্তি চাইছেন। মমতাকে নৈশভোজেও পাশে চাইছেন সোনিয়া। মঙ্গলবার তাজ ওয়েস্ট এন্ডের আনুষ্ঠানিক মহাজোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন সেখানে উপস্থিত থাকবেন।

জানা যাচ্ছে, আজ অর্থাৎ সোমবার সন্ধ্যায় বিভিন্ন দলের নেতারা বসে বৈঠকের কমন এজেন্ডার খসড়া তৈরি করবেন। তারপর নৈশভোজ। আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার সকাল ১১টায় আরম্ভ হবে মূল বৈঠক। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অটুট রাখা, নির্বাচিত সরকারের উপর কেন্দ্র নিযুক্ত রাজ্যপালের অতিসক্রিয়তার প্রতিবাদ, ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, বিরোধী জনপ্রতিনিধিদের ভাঙানোর মতো ঘটনা ঠেকানোর মতো পরিকল্পনা থাকছে বৈঠকের অভিন্ন কর্মসূচিতে। কোথায় কোথায় যৌথ সভা-সমাবেশ হবে, সেই তালিকাও তৈরি হবে। জানা যাচ্ছে, একটি কোর গ্রুপ তৈরি করা হবে। তারা প্রতি মাসে একবার করে বৈঠকে বসবে।

জানা যাচ্ছে, কেন্দ্রে নিঃস্বার্থ ও ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লক্ষ্য, লড়াই হোক দলীয় স্বার্থের উর্ধ্বে, দেশের স্বার্থকে গুরুত্ব হচ্ছে হোক। জোটের শরিকরাও এই নীতিতে বিশ্বাস করছেন। ক্রমেই জোটে বিজেপি বিরোধী দলের সংখ্যা বাড়ছে, নরেন্দ্র মোদী ভীত হয়ে পড়ছেন। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেছেন, বিরোধীরা অটুট। অল ইজ ওয়েল!

TwitterFacebookWhatsAppEmailShare

#Bangalore, #opposition meeting, #2024 Lok Sabha Elections

আরো দেখুন