দেশ বিভাগে ফিরে যান

প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা ওমেন চান্ডি

July 18, 2023 | < 1 min read

প্রয়াত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা ওমেন চান্ডি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত দেশের আরও এক প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব,কংগ্রেস নেতা এবং কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। তাঁর বয়স হয়েছিল ৭৯। মঙ্গলবার ভোররাতে তাঁর প্রয়াণ হয়। তাঁর মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে জানান কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ।

ওমেন চান্ডির জন্মেছিলেন ১৯৪৩ সালে কেরলের কোট্টায়াম জেলায় । টানা ১১ বার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন ওমেন চান্ডি। প্রথমবার ২৭ বছর বয়সে বিধায়ক হয়েছিলেন তিনি। প্রায় ১৯ হাজার দিনের জন্য তিনি পুতুপল্লী বিধানসভা আসনের বিধায়ক ছিলেন। কেরলের ইতিহাসে তাঁর নামেই সবচেয়ে বেশি সময়ের জন্য বিধানসভার সদস্য থাকার নজির ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Oommen Chandy, #Passed away, #kerala

আরো দেখুন