রাজ্য বিভাগে ফিরে যান

প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ? কী বলছে আবহাওয়া দপ্তর?

July 18, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার দক্ষিণবঙ্গে হালকা-মাঝারি বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কমেনি। আজও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এদিকে বুধবার ১৯ জুলাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূ্র্ণাবর্ত তৈরি হলে রাজ্যের আবহাওয়ায় কিছু বদল আসতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

কয়েকদিন কলকাতায় বিক্ষিপ্ত ভাবে মাঝারি বৃষ্টি হলেও কমবে না গরমের দাপট। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বজায় থাকার কারণে বাড়বে ভ্যাপসা গরম। বেলা বাড়ার সাথে সাথে গরম আরও বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

মৌসম ভবন সূত্রে খবর, আগামী ৫দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে শুক্রবার ২১ তারিখ কিছুটা বেশি বৃষ্টি হবে তবে ভারী বৃষ্টি নয়। হাওয়া অফিস জানাচ্ছে, তাপমাত্রা আগামী ৫ দিন একই থাকবে দুই বঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টি ৩৬ শতাংশ ঘাটতি রয়েছে। ২১ জুলাই শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আপাতত বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। ২১ জুলাই শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Weather forecast, #Weather Update, #Rain weather update

আরো দেখুন