BJP বিরোধী মহাজোট নিয়ে কী ভাবছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চব্বিশে মোদীর দল বিজেপিকে রুখতে জোট গড়তে পদক্ষেপ করছে বিরোধী দলগুলি। বিরোধী জোটের উদ্যোগের প্রশংসা করে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, গণতন্ত্রের চাহিদা অনুযায়ী ক্ষমতার বিভাজন অর্থাৎ ক্ষমতা ভাগাভাগি প্রয়োজন।
বেঙ্গালুরুতে বৈঠকে কংগ্রেস থেকে তৃণমূল, এনসিপি থেকে আপ এক ছাদের নীচে আসছে মোদী বিরোধী শক্তিরা। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নোবেলজয়ী অর্থনীতিবিদ অবিজেপি দলগুলির বিরোধী ঐক্যের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। প্রতীচীতে ফিরেছেন অমর্ত্য সেন। তাঁর কথায়, গণতন্ত্রকে বাঁচাতে সময়ের দাবি অনুযায়ী ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন। সংখ্যাগরিষ্ঠ দলগুলি সংখ্যালঘু দলকে ক্ষমতাশীল হতে দেয় না। ক্ষমতার কারণে তাদের দোটানায় ফেলে দেয়। তিনি আরও বলেন, অবিজেপি বিরোধী দলগুলি যেন একে অপরকে দুর্বল না করে এমন সময়ে একে-অপরের পাশে দাঁড়ায়, এটাই বর্তমান পরিস্থিতিতে ক্ষমতার সামঞ্জস্য বজায় রাখার একমাত্র উপায়। অশান্তি মণিপুর প্রসঙ্গে নোবেলজয়ীর মত, পরিস্থিতিকে সামাল দিতে কেন্দ্রকে আরও উদ্যোগী হতে হবে। মণিপুরে শান্তি ফেরাতে কেন্দ্রকেই হস্তক্ষেপ করতে হবে।