দেশ বিভাগে ফিরে যান

বন্যায় কী অবস্থা তাজমহলের? দেখুন ভিডিও

July 18, 2023 | < 1 min read

বন্যার জলে ভাসছে বিশ্বের অষ্টম আশ্চর্যের অংশ , ছবি সৌজন্যে-সুমেধা শর্মা/Twitter

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বন্যার জলে ভাসছে বিশ্বের অষ্টম আশ্চর্যের অংশ। গত ৪৫ বছরে এই প্রথমবার যমুনা নদীর জল ছুঁয়ে ফেলল তাজমহলের দেওয়াল। তাজমহল চত্বরেও জল থই থই করছে। এর আগে, ১৯৭৮ সালে শেষ বার নদীর জল ঢুকেছিল তাজমহল চত্বরে।

প্রবল বৃষ্টি এবং যমুনার জলোচ্ছ্বাসে গত কয়েক দিন ধরেই দিল্লির বিভিন্ন এলাকা বানভাসি। যমুনার জলে ডুবে গিয়েছিল লালকেল্লার আশপাশ। প্লাবিত হয়েছিল দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাটও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Taj Mahal, #Flood, #agra, #Delhi Flood, #Yamuna Floods, #Yamuna River

আরো দেখুন